রুটমার্চ শুরু হতেই ‘চোখ বুজিয়ে’ দেওয়ার হুমকি অনুব্রতর

বীরভূম: রাজ্যে নির্বিঘ্নে লোকসভা ভোট করাতে শুক্রবার বীরভূমে পা দিল কেন্দ্রীয় বাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, আজ বীরভূমের মহঃবাজারে এক কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই বিভিন্ন গ্রামে গ্রামে রুটমার্চ করছে তারা৷ কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ শুরু করতেই ফের ফর্মে ফিরলেন অনুব্রত৷ শুক্রবার বীরভূমের নানুরে জনসভা করেন অনুব্রত মণ্ডল সিপিএম কর্মীদের বিরুদ্ধে তোপ দাগেন৷

রুটমার্চ শুরু হতেই ‘চোখ বুজিয়ে’ দেওয়ার হুমকি অনুব্রতর

বীরভূম: রাজ্যে নির্বিঘ্নে লোকসভা ভোট করাতে শুক্রবার বীরভূমে পা দিল কেন্দ্রীয় বাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, আজ বীরভূমের মহঃবাজারে এক কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই বিভিন্ন গ্রামে গ্রামে রুটমার্চ করছে তারা৷ কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ শুরু করতেই ফের ফর্মে ফিরলেন অনুব্রত৷

শুক্রবার বীরভূমের নানুরে জনসভা করেন অনুব্রত মণ্ডল সিপিএম কর্মীদের বিরুদ্ধে তোপ দাগেন৷ লোকসভা নির্বাচনের লড়াইয়ে সিপিআইএম কর্মীদের দমাতে নয়া পন্থাও দেন অনুব্রত৷ দলীয় কর্মীদের অনুব্রত বলেন, ‘গ্রামে সিপিএম কর্মীদের বোঝাও৷ বুঝিয়ে সমস্যা মেটানোর চেষ্টা কর৷ তা না হলে চোখ বুজিয়ে দাও৷’

অন্যদিকে, কমিশনের তরফেও লাগাতার চেষ্টা চালানো হচ্ছে৷  যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভোটের আগের থেকে বাহিনী মোতায়েন করা হয়েছে৷ শুধু মোতায়েন করাই নয়, যেকোনো রকম পরিস্থিতির মোকাবেলা করতে প্রস্তুত তারা। অত্যাধুনিক অস্ত্রের সাথে সাথে ৫১টি মর্টার রয়েছে তাদের কাছে। মহঃবাজারের রামপুর পঞ্চায়েত এলাকার প্রতিটি গ্রামে গ্রামে কেন্দ্র বাহিনীর রুটমার্চ শুরু করেছে়। এই রুটমার্চে উপস্থিত ছিলেন রামপুরহাটের এসডিপিও সৌমদীপ বড়ুয়া। এব্যাপারে বিরোধীদের মত, কেন্দ্রীয় বাহিনী এসেছে ভাল। তবে বিগত দিনের অভিজ্ঞতায় বলা যায়, ‘না আঁচালে বিশ্বাস নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 3 =