ভোটের মুখে ফের হুমকি অনুব্রতের, চোখ বুজিয়ে দেওয়ার নিদান

বীরভূম : ভোটের আগে ফের বেফাঁস মন্তব্য বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। শুক্রবার, নানুরে নির্বাচনী সভা থেকে কেষ্ট দা-র নিদান, ‘বিরোধীদের বোঝান, তা নয়তো ওদের চোখ বুজিয়ে দিন’। এই বিতর্কিত মন্তব্যে নির্বাচন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে। বারবারই রাজ্যে যে কোনও ভোটের আগে কখনও বিরোধী, কখনও পুলিস প্রশাসনের উদ্দেশ্যে প্ররোচনামূলক মন্তব্য করে

ভোটের মুখে ফের হুমকি অনুব্রতের, চোখ বুজিয়ে দেওয়ার নিদান

বীরভূম : ভোটের আগে ফের বেফাঁস মন্তব্য বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। শুক্রবার, নানুরে নির্বাচনী সভা থেকে কেষ্ট দা-র নিদান, ‘বিরোধীদের বোঝান, তা নয়তো ওদের চোখ বুজিয়ে দিন’। এই বিতর্কিত মন্তব্যে নির্বাচন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে। বারবারই রাজ্যে যে কোনও ভোটের আগে কখনও বিরোধী, কখনও পুলিস প্রশাসনের উদ্দেশ্যে প্ররোচনামূলক মন্তব্য করে রাজ্য রাজনীতিতে বিতর্ক উসকে দিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। তাঁর পুলিসকে বম্ব মারার নিদান আদালত পর্যন্ত গড়ায়।

একই ভাবে ‘বিরোধীদের বোমা মারুন’ নিয়েও উত্তেজনা ছড়ায়। কারণ, এই সব মন্তব্যের পরেই এলাকায় হিংসার ঘটনা ঘটে। এছাড়াও, ‘গুড় বাতাসা’, ‘চড়াম চড়াম ঢাক’, ‘রাস্তায় দাঁড়িয়ে উন্নয়ন’ এবং ‘পাঁচানের বাড়ি’ —— অনুব্রতের এই সব কয়েনেজ নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। এমনকী, তৃণমূলের তরফেও এই নিয়ে তাঁকে সতর্ক করেছে বলে সূত্রের খবর। যদিও, প্রকাশ্যে তৃণমূল নেত্রী তাঁর প্রিয়পাত্র কেষ্টকে ‘ভালো সংগঠনক’ বলেই উল্লেখ করেছেন। তবে, বিতর্ক যাই হোক, অনুব্রত যে একই আছেন এদিনের মন্তব্য তারই প্রকাশ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 12 =