শিক্ষকদের অনশন মঞ্চে মুকুল, দিলেন কড়া হুঁশিয়ারি

কলকাতা: প্রাথমিক শিক্ষকদের অনশন মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে কাঠগড়ায় তুললেন বিজেপি নেতা মুকুল রায়৷ শনিবার অনশন মঞ্চে গিয়ে শিক্ষকদের দাবি-দাওয়া শোনেন৷ সমস্যা মেটাতে মুখ্যমন্ত্রীর কাছে তিনি চিঠি পাঠাবেন বলেও আশ্বাস দেন৷ জানান, এই বিষয়টি রাজ্যের বিষয়৷ ফলে, পাশে থাকার আশ্বাস ছাড়া আর কিছুই বলতে পারবেন না৷ কেন্দ্রীয় হারে বেতন পেতে চলে কেন্দ্রে যাওয়ার মুখ্যমন্ত্রী

শিক্ষকদের অনশন মঞ্চে মুকুল, দিলেন কড়া হুঁশিয়ারি

কলকাতা: প্রাথমিক শিক্ষকদের অনশন মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে কাঠগড়ায় তুললেন বিজেপি নেতা মুকুল রায়৷ শনিবার অনশন মঞ্চে গিয়ে শিক্ষকদের দাবি-দাওয়া শোনেন৷ সমস্যা মেটাতে মুখ্যমন্ত্রীর কাছে তিনি চিঠি পাঠাবেন বলেও আশ্বাস দেন৷ জানান, এই বিষয়টি রাজ্যের বিষয়৷ ফলে, পাশে থাকার আশ্বাস ছাড়া আর কিছুই বলতে পারবেন না৷

কেন্দ্রীয় হারে বেতন পেতে চলে কেন্দ্রে যাওয়ার মুখ্যমন্ত্রী মন্তব্য প্রসঙ্গে মুকুলের দাবি, এভাবে শিক্ষকদের উপর আক্রমণ করা হলে এর ফল মমতাকেই পেতে হবে৷ তিনি জানান, একসময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী টানা অনশন করেছিলেন৷ আর সেই মুখ্যমন্ত্রী এখন প্রাথমিক শিক্ষকদের অনশন নিয়ে কোন কথা বলছেন না৷ তৃণমূলের সময় হয়ে এসেছে৷ রাজ্যের সর্বস্তরের মানুষ শাসকের বিরোধীতায় নামছে বলে জানান অভিযোগ করেন তিনি৷

শনিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আজ এই প্রতীকী অনশন বলে জানিয়েছেন শিক্ষকরা৷ আন্দোলনকারী প্রাথমিক শিক্ষক রতন বর্মা বলেন, ‘‘আমাদের দাবি দুটি৷ চাই ন্যায্যবেতন কাঠামো ও ১৪ জনের পুনরায় আগের স্কুলে বদলি৷ এই দাবিতে আমরা আজ সকাল ৬ টায় সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতীকী অনশন করছি৷’’

মূলত, এই দুই দফার দাবির ভিত্তিতে টানা আট দিন অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ১৮ জন প্রাথমিক শিক্ষক৷ টানা ন’য় দিন ধরে চলে শিক্ষকদের ধর্না৷ রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর তরফে হুঁশিয়ারির পরও নিজেদের দাবি থেকে পিছু হটেননি প্রাথমিক শিক্ষকরা৷ উল্টে জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে শিক্ষক বিদ্রোহের উত্তাপ৷ শিক্ষকদের দাবি, যতক্ষণ না পর্যন্ত তাঁদের দাবি মেটাচ্ছেন মুখ্যমন্ত্রী, ততক্ষণ তাঁরা তাঁদের কর্মসূচি চালিয়ে যাবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 2 =