কলকাতা: দিল্লিতে থেকে শহরে ফেরার আগেই একদা তৃণমূলের কানেন সমস্ত নিরাপত্তা তুলে নিল রাজ্য সরকার৷ আর তারই প্রতিবাদে এবার কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি ক্ষুব্ধ শোভন চট্টোপাধ্যায়ের৷ তুঘলকি সিদ্ধান্ত, নাম না করে প্রাক্তন দলনেত্রীকে খোঁচা বিজেপির কাননের৷
নিরাপত্তা রক্ষী ফেরানোর আর্জি জানিয়ে পুলিশ কমিশনার অনুজ শর্মাকে চিঠি পাঠিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র৷ তাঁর অভিযোগ, যেহেতু তিনি বিজেপিতে নাম লিখিয়েছেন, তাই প্রতিহিংসার কারণে রাজ্য সরকার নিরাপত্তা তুলে নিয়েছে৷ নাম না করে প্রাক্তন দলনেত্রীকে বিঁধে শোভন জানিয়েছেন, নিরাপত্তা তুলে নেওয়া তুঘলকি সিদ্ধান্ত৷
শোভন জেপিতে যোগদানের পরপরই শুক্রবার তাঁর নিরাপত্তায় কাঁটছাট করে রাজ্য৷ এর প্রতিবাদে তিনি পুলিশকর্তাকে চিঠি পাঠিয়ে জানান, দীর্ঘদিন তিনি মেয়র ছিলেন৷ সেই সময়ে বেশকিছু অপ্রীয় সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি৷ যাদের বিরুদ্ধে অপ্রীয় সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁরা বিভিন্ন অভিসন্ধি করতে পারেন বলেও আশঙ্কা তাঁর৷ একই সঙ্গে তিনি লালবাজারের কাছে জানতে চেয়েছেন, ঠিক কী কারণে তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হল৷ মন্ত্রীত্ব ছাড়ার পর ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন শোভন৷ তাহলে এখন কেন তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হল? তাও জানতে চেয়েছেন শোভন৷