মুজফফ্রনগর: নির্বাচন সংক্রান্ত হিসেব পেশ না করার জেরে উত্তরপ্রদেশে মোট ৪৯৩ জন প্রার্থীকে ‘অযোগ্য’ বলে ঘোষণা করল নির্বাচন কমিশন। ২০১৭ সালে রাজ্যের বিধানসভা ভোটে তাঁরা কেউই নির্বাচন সংক্রান্ত আয়-ব্যয়ের হিসেব কমিশনের কাছে পেশ করেনি। এবারও তাঁরা বিভিন্ন কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন।
শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক রমেশচাঁদ রাই বলেছেন, গত বিধানসভা ভোটে যাঁরা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তাঁদের মধ্যে ৪৯৩ জন নির্বাচনের আয়-ব্যয়ের কোনও হিসেব দাখিল করেননি। তাই জনপ্রতিনিধিত্ব আইন মোতাবেক তাঁদের ‘অযোগ্য’ বলে ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, তাঁদের মধ্যে মুজফফ্রনগর জেলায় রয়েছেন ছ’জন। তবে ওই ৪৯৩ জন ‘অযোগ্য’ প্রার্থী কোন দলের, তা স্পষ্ট করেনি কমিশন।