কলকাতা: সদ্য বিজেপিতে যোগদান করেছেন শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ এই নিয়ে বাংলার রাজনীতিতে কম জল ঘোলা হয়নি৷ শিক্ষামন্ত্রীকে কাটগড়ায় তুলে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন বৈশাখীদেবী৷ কিন্তু শিক্ষামন্ত্রী আর্জিতে পদত্যাগ ফিরিয়ে নিয়েছিলেন তিনি৷ শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, তদন্ত হবে৷ এবার বৈশাখীর কলেজে তদন্তের গতি বাড়াল রাজ্য৷
জানা গিয়েছে, ইতিমধ্যেই কলেজের তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বৈশাখীদেবী৷ প্রায় তিন ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিকরা৷ জিজ্ঞাসাবাদ শেষে বৈশাখী বন্দ্যোপাধ্যায় তদন্তের প্রক্রিয়া সন্তোষ প্রকাশ করেছেন৷
রাজনৈতিক মদদপুষ্ট হয়েছে ধর্মীয় হেনস্তার অভিযোগ অভিযোগ তোলেন মিল্লি আল আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ৷ ওই পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ অভিযোগ, কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান তাঁকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে অপমান করেছেন৷ এরপরই তিনি নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন৷ শিক্ষামন্ত্রী বাড়িতেও যান৷ যদিও পার্থ চট্টোপাধ্যায় তাঁর ইস্তফা গ্রহণ করেননি৷
পার্থবাবু জানিয়েছিলেন, পুরো ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত হবে৷ যদিও এরপর তিন সপ্তাহ কলেজে গরহাজির ছিলেন তিনি৷ পরে, কলেজে আসেনতেই বৈশাখী বন্দ্যোপাধ্যাকে কমিটির সদস্যরা জেরা করেন৷ তদন্ত শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘সমস্যাগুলি তাঁরা শুনেছেন৷ আমি আশা করি সত্যিই খুব শীঘ্রই উদ্ঘাটিত হবে৷ যিনি এভাবে কলেজের পরিবেশ নষ্ট করছেন তার বিষয়টি সামনে আসবে৷ আমার নামের পাশে যে ট্যাগ দেওয়া হয়েছিল, তার অবসান ঘটবে৷
সূত্রের খবর, অভিযোগ সংক্রান্ত লিখিত তথ্য বৈশাখীদেবীর কাছ থেকে চাওয়া হয়েছে৷ সেই সমস্ত তথ্য সেগুলি পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে৷