কলকাতা: অবশেষে রাজ্য সরকারের নয়া স্বীকৃতি৷ পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি তরফে এবার মাইকেল মধুসূদন দত্ত ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে পুরস্কার চালু করার ঘোষণা করা হয়েছে৷
বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে তথ্য-সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন, রাজ্যে ১৮টি স্মৃতি পুরস্কার ও ১০টি স্মারক বক্তৃতা চালু করেছে রাজ্য সরকার৷ এবার সেই তালিকায় মাইকেল মধুসূদন দত্ত ও কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে আরও দুটি নতুন স্মারক পুরস্কার চালু করছে পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি৷
প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের পর মুখ্যমন্ত্রী বলেন, অ্যাকাডেমিগুলির স্বাধীনভাবে কাজ করতে কাজ করুক, আমরা সেটাই চাই৷ আমরা তাদের ওপর কোনও হস্তক্ষেপ করি না৷ ওরা যা প্রস্তাব পাঠায়, সেটাই আমরা অনুমোদন করি৷ এর পিছনে আমাদের কোনও ভূমিকা নেই৷ রাজ্য সরকার পুরস্কার দিতে কখনোই কুণ্ঠাবোধ করে না৷