বাংলায় NRC রুখতে নয়া প্রস্তাব আনছে রাজ্য সরকার

কলকাতা: বাংলায় এনআরসি হবেই৷ লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে এমনই দাবি তুলে প্রচারে ঝড় তুলেছিল বঙ্গ বিজেপি৷ প্রকাশ্যেই জানানো হয়েছিল, বিজেপি ক্ষমতায় আসলে বাংলা এনআরসি চালু হবে৷ কিন্তু বিজেপির সেই স্বপ্নে কার্যত জল ঢালতে রাজ্য বিধানসভায় নয়া ব্যবস্থা আনতে চলেছে রাজ্য সরকার৷ বিধানসভা সূত্রে খবর, বাংলায় নাগরিকপঞ্জি রুখতে এবার প্রস্তাব আসছে বিধানসভায়৷ রাজ্য সরকারের প্রস্তাবে সমর্থন

বাংলায় NRC রুখতে নয়া প্রস্তাব আনছে রাজ্য সরকার

কলকাতা: বাংলায় এনআরসি হবেই৷ লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে এমনই দাবি তুলে প্রচারে ঝড় তুলেছিল বঙ্গ বিজেপি৷ প্রকাশ্যেই জানানো হয়েছিল, বিজেপি ক্ষমতায় আসলে বাংলা এনআরসি চালু হবে৷ কিন্তু বিজেপির সেই স্বপ্নে কার্যত জল ঢালতে রাজ্য বিধানসভায় নয়া ব্যবস্থা আনতে চলেছে রাজ্য সরকার৷

বিধানসভা সূত্রে খবর, বাংলায় নাগরিকপঞ্জি রুখতে এবার প্রস্তাব আসছে বিধানসভায়৷ রাজ্য সরকারের প্রস্তাবে সমর্থন বাম ও কংগ্রেসের৷ আগামী ৬ সেপ্টেম্বর নাগরিকপঞ্জি রুখতে আনা প্রস্তাব নিয়ে আলোচনার হতে পারে৷ প্রস্তাবের বিরোধিতায় মাঠে নেমেছে বিজেপি৷ বাংলায় কোনভাবে এনআরসি যাতে চালু করা না যায়, তা নিশ্চিত করতে আনা প্রস্তাব আগামী ৬ সেপ্টেম্বর নাগরিকপঞ্জি প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা৷ এই নিয়ে ডাকা হয়েছে সর্বদল বৈঠক৷ প্রস্তাবটি কার্যকর হলে বাংলায় নাগরিকপঞ্জি চালু করা কঠিন হয়ে পড়বে বলেই মনে করছেন পর্যবেক্ষক মহল৷

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অসমে চূড়ান্ত এনআরসির তালিকা প্রকাশ ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক৷ নাগরিকপঞ্জির তালিকা থেকে বাদ পড়েছেন কমপক্ষে ১৯ লক্ষ মানুষের নাম৷ নতুন করে এনআরসির তালিকায় নাম তুলতে ১২০ দিনের সময়সীমা ধার্য করা হয়েছে৷ ৫০ হাজার টাকা খরচ করে ট্রাইব্যুনালে মামলা করা যেতে পারে৷ কিন্তু প্রশ্ন উঠছে, সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে ৫০ হাজার টাকা গুনে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা সম্ভব? এই নিয়ে দেশের রাজনীতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর৷ অসময় মতো বাংলাতেও যাতে এমন পরিস্থিতি না হয় সেদিকে নজর রেখে এবার উদ্যোগ নিয়েছে নিতে চলেছে রাজ্য সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *