বিজেপির ‘শহিদ’ আত্মার মুক্তির তর্পণে অনুমতি রাজ্যের

কলকাতা: বিজেপির শহিদদের আত্মার শান্তি কামনায় এবার মহালয়ার তর্পণ করবেন বিজেপির বিজেপির কার্যনিবার্হী সভাপতি জেপি নাড্ডা৷ মহালয় গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ করবেন তিনি৷ জেপিন আড্ডার এই কর্মসূচিতে ইতিমধ্যেই অনুমতি দিয়েছে রাজ্য সরকার৷ মহালয়ার দিন সকাল ১১টা থেকে তিনটে পর্যন্ত বিজেপির কার্যনির্বাহী সভাপতির তর্পণের অনুমতি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ বিজেপি সূত্রে জানানো হয়েছে, রাজনৈতিক সংঘর্ষে

বিজেপির ‘শহিদ’ আত্মার মুক্তির তর্পণে অনুমতি রাজ্যের

কলকাতা: বিজেপির শহিদদের আত্মার শান্তি কামনায় এবার মহালয়ার তর্পণ করবেন বিজেপির বিজেপির কার্যনিবার্হী সভাপতি জেপি নাড্ডা৷ মহালয় গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ করবেন তিনি৷ জেপিন আড্ডার এই কর্মসূচিতে ইতিমধ্যেই অনুমতি দিয়েছে রাজ্য সরকার৷ মহালয়ার দিন সকাল ১১টা থেকে তিনটে পর্যন্ত বিজেপির কার্যনির্বাহী সভাপতির তর্পণের অনুমতি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷

বিজেপি সূত্রে জানানো হয়েছে, রাজনৈতিক সংঘর্ষে নিহত বিজেপি কর্মীদের আত্মার শান্তি কামনায় তর্পণ করবেন জেপিন আড্ডা৷ তর্পণ করার পর রাজ্য সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর৷ আগামী শুক্রবার রাজ্য কমিটির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন তিনি৷ পুজোয় রাজ্য বিজেপি নেতাদের ছুটি দেওয়ার বদলে নেতৃত্ব চান, বঙ্গ বিজেপির নেতারা যেন দুর্গাপুজোর সময় জনসংযোগ বাড়াতে জেলায়-জেলায় ঝাঁপিয়ে পড়েন৷

এমনকী, এনআরসি নিয়ে রাজ্যের নেতাদের সঙ্গে আলোচনা করতে পারেন তিনি৷ তৃণমূল, কংগ্রেস, বামেদের বিরুদ্ধে এনআরসিকে সামনে রেখে কীভাবে লড়াই হবে, তার কৌশল নেওয়া হতে ওই বৈঠকে৷ দেবীপক্ষের উৎসবে যখন মেতে উঠবে গোটা বাংলা, ঠিক সেইসময় বিজেপি নেতাদের জনসংযোগে রণকৌশল নিয়ে তৈরি হয়েছে নয়া চর্চা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *