কলকাতা: দ্বিতীয় দফার ভোটের জন্য আসছে আরও ৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রবিবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সেই বার্তা পাঠিয়ে দেওয়া হয়। এর আগে ঠিক ছিল, দ্বিতীয় দফার ভোটে ১৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে।
এদিনের এই সিদ্ধান্তের ফলে তা বেড়ে হল ১৯৪ কোম্পানি। আগে ঠিক ছিল, দ্বিতীয় দফার ভোটে রাজ্যে ৫০ থেকে ৫৫ শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। এই অতিরিক্ত বাহিনী আসার সিদ্ধান্তে তা হয়ে যাবে ৭৫ থেকে ৮০ শতাংশ। এছাড়া কুইক রেসপন্স টিমে এক সেকশন, অর্থাৎ আট জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। শুধু বুথ পাহারা নয়, এলাকায় কোনও হিংসার ঘটনা ঘটলে যাঁরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তা সামাল দেবেন। আজ, সোমবার বিকেলে রাজ্যে ফের আসছেন বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে। তাঁর দেওয়া রিপোর্টের ভিত্তিতেই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে।