অসক্ত শরীরে বিপর্যয়ের ‘ত্রাতা’ সেই কান্তি, ভাইরাল বাম নেতা

ক্যানিং: মথুরাপুরের প্রাক্তন বিধায়ক ও বামমন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে শনিবার রাত থেকেই দুর্গত এলাকায় ঘুরছেন৷ শিশু ও বয়স্কদের বিভিন্ন জায়গা থেকে তুলে স্কুল বাড়িতে নিয়ে যাচ্ছেন৷ নিজে হাতে দিচ্ছেন খাবার৷ ঘূর্ণিঝড় বুলবুল আছড়ে পড়ার আগে থেকেই রায়দিঘির বাড়িতে বাড়িতে গিয়ে এলাকার বাসিন্দাদের আশ্রয় দিতে বলছিলেন গ্রামের স্কুলে৷ সঙ্গী দু’তিনজন অনুগামী৷ আর একটি টর্চ৷

অসক্ত শরীরে বিপর্যয়ের ‘ত্রাতা’ সেই কান্তি, ভাইরাল বাম নেতা

ক্যানিং: মথুরাপুরের প্রাক্তন বিধায়ক ও বামমন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে শনিবার রাত থেকেই দুর্গত এলাকায় ঘুরছেন৷ শিশু ও বয়স্কদের বিভিন্ন জায়গা থেকে তুলে স্কুল বাড়িতে নিয়ে যাচ্ছেন৷ নিজে হাতে দিচ্ছেন খাবার৷ ঘূর্ণিঝড় বুলবুল আছড়ে পড়ার আগে থেকেই রায়দিঘির বাড়িতে বাড়িতে গিয়ে এলাকার বাসিন্দাদের আশ্রয় দিতে বলছিলেন গ্রামের স্কুলে৷ সঙ্গী দু’তিনজন অনুগামী৷ আর একটি টর্চ৷ বছর দশেক আগে ক্ষতি দেখে গ্রাম আর ঝুঁকি নেয়নি৷ প্রাক্তন মন্ত্রীর কথা মতো উঠে গিয়েছে গ্রামের স্কুলে৷ আর তাতেই মিলল প্রাণরক্ষা৷

অসক্ত শরীরে বিপর্যয়ের ‘ত্রাতা’ সেই কান্তি, ভাইরাল বাম নেতা

সোশ্যাল মিডিয়ার কল্যাণে গোটা পর্বটি ফেসবুকে ভাইরাল৷ ইতিমধ্যেই তা পোস্ট করেছেন কান্দি গঙ্গোপাধ্যায়৷ আর তার পর থেকেই কান্তিবাবুর প্রশংসায় ভরিয়ে তুলেছে সোশ্যাল মিডিয়া৷ ফেসবুকের ওয়ালে মন্তব্য করছেন প্রচুর মানুষ৷ এই পোস্টটি শেয়ার সংখ্যা প্রায় হাজার ছুতে চলেছে৷ হোয়াটসঅ্যাপেও ভাইরাল ভিডিও৷

অসক্ত শরীরে বিপর্যয়ের ‘ত্রাতা’ সেই কান্তি, ভাইরাল বাম নেতা

২০০৯ সালে আইলার সময় গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিলিয়েছিলেন তিনি৷ অনেকেই আইলার দুর্যোগের সময়ের কান্তিবাবু ও এএখনকার পরিস্থিতির তুলনা টানছেন৷ এমনকী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বুলবুলের গতিবিধির ওপর নজরদারি ও কান্তিবাবুর মাঠে নেমে বিপর্যয় মোকাবিলাকে নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি৷

কিন্তু, যাঁকে নিয়ে এত উচ্ছ্বস, স্কুলের দুর্গতদের সঙ্গে বসে সেই কান্তিবাবু বলেছেন, ‘‘রায়দিঘিতে আছি৷ নদীর পাড়েই থাকি৷ এখানে অনেক গরিব মানুষ আছেন৷ এখানে আমার স্ত্রীর নাম একটি স্কুল চলে৷ ওদের ওখানে আশ্রয়ের ব্যবস্থা হয়েছে৷ মানুষ খুব আতংকিত৷ওঁদের পাশে দাঁড়ানো আমার কাজ৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *