দেশের সবথেকে ধনী প্রার্থীকে টিকিট দিল শাসকদল

নয়াদিল্লি: তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ ৬২০ কোটি টাকার। গতবার তিনিই ছিলেন দেশের সবথেকে ধনী প্রার্থী। এবারও তিনি তেলুগু দেশমের টিকিটে দাঁড়াচ্ছেন অন্ধ্রের গুন্টুর লোকসভা কেন্দ্র থেকে। অন্ধ্রের বিশেষ মর্যাদার ইস্যুতে তাঁর ভাষণ নজর কেড়েছিল লোকসভার। তিনি গাল্লা জয়দেব। ‘আমারা রাজা গ্রুপে’র তিনি ম্যানেজিং ডিরেকটর। ওয়াইএসআর কংগ্রেস ও কংগ্রেস প্রার্থীদের হারিয়ে তিনি জিতেছিলেন। মঙ্গলবার তেলুগু দেশমের

দেশের সবথেকে ধনী প্রার্থীকে টিকিট দিল শাসকদল

নয়াদিল্লি: তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ ৬২০ কোটি টাকার। গতবার তিনিই ছিলেন দেশের সবথেকে ধনী প্রার্থী। এবারও তিনি তেলুগু দেশমের টিকিটে দাঁড়াচ্ছেন অন্ধ্রের গুন্টুর লোকসভা কেন্দ্র থেকে।

দেশের সবথেকে ধনী প্রার্থীকে টিকিট দিল শাসকদলঅন্ধ্রের বিশেষ মর্যাদার ইস্যুতে তাঁর ভাষণ নজর কেড়েছিল লোকসভার। তিনি গাল্লা জয়দেব। ‘আমারা রাজা গ্রুপে’র তিনি ম্যানেজিং ডিরেকটর। ওয়াইএসআর কংগ্রেস ও কংগ্রেস প্রার্থীদের হারিয়ে তিনি জিতেছিলেন। মঙ্গলবার তেলুগু দেশমের তালিকায় তাঁকেই ফের গুন্টুরের প্রার্থী হচ্ছেন। তাঁকে এবার চন্দ্রবাবু নাইডুর মরণবাঁচন লড়াইয়ের দায়িত্ব অনেকটাই নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − six =