রোজভ্যালি তদন্তে নয়া মোড়, বড় পদক্ষেপ সিবিআইয়ের

কলকাতা: রোজভ্যালি কাণ্ডে নয়া মোড়৷ রোজভ্যালি মামলার তদন্তের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ এবার পদক্ষেপ নিল সিবিআই৷ তদন্তের জালা গোটাতে এবার দিল্লি থেকে উড়িয়ে আনা হচ্ছে সিবিআইয়ের এক পদস্থ আধিকারিককে৷ নতুন আধিকারিকের হাতে গোটা তদন্তভার তুলে দিচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা৷ সিবিআই সূত্রে খবর, তদন্তের গতি বাড়াতে দিল্লি থেকে উড়িয়ে আনা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার এক আধিকারিককে৷ সুরেন্দর

রোজভ্যালি তদন্তে নয়া মোড়, বড় পদক্ষেপ সিবিআইয়ের

কলকাতা: রোজভ্যালি কাণ্ডে নয়া মোড়৷ রোজভ্যালি মামলার তদন্তের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ এবার পদক্ষেপ নিল সিবিআই৷ তদন্তের জালা গোটাতে এবার দিল্লি থেকে উড়িয়ে আনা হচ্ছে সিবিআইয়ের এক পদস্থ আধিকারিককে৷ নতুন আধিকারিকের হাতে গোটা তদন্তভার তুলে দিচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা৷

সিবিআই সূত্রে খবর, তদন্তের গতি বাড়াতে দিল্লি থেকে উড়িয়ে আনা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার এক আধিকারিককে৷ সুরেন্দর মল্লিক নামের ওই আধিকারিক রোজভ্যালি কাণ্ডে তদন্ত করবেন বলে সিবিআই সূত্রে খবর৷ অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারকে উড়িয়ে আনার পাশাপাশি আরও দুই আধিকারিককে কলকাতার আনা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর৷

ইতিমধ্যেই রোজভ্যালি কাণ্ডে তদন্তে কিছুটা হলেও গতি বাড়িয়েছে সিবিআই৷ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জেরা করেছে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা৷ রোজভ্যালি তদন্তে তৃণমূল ঘনিষ্ঠ বেশকিছু প্রভাবশালীর নাম উঠে এসেছে তদন্তকারী আধিকারিকদের হাতে৷

ইতিমধ্যেই সারদা কাণ্ডেও তদন্তের গতি বেশ খানিকটা বাড়িয়েছে সিবিআই৷ একইসঙ্গে নারদকাণ্ডে সিবিআই ১৩ জন অভিযুক্তের মধ্যে ১০ জনকে ডেকে পাঠিয়ে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য৷ ফলে সব মিলিয়ে পরপর তিনটি কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় সিবিআইয়ের গতি বাড়তেই শাসক শিবিরে শুরু হয়েছে চূড়ান্ত টানাপোড়েন৷ সিবিআই সূত্রে খবর, মূলত এই তিনটি ঘটনার পিছনে তৃণমূলের একাধিক প্রভাবশালী ব্যক্তি যুক্ত আছেন৷ ফলে তাদের কী ভূমিকা ছিল ওই সমস্ত সংস্থার সঙ্গে৷ তাও খতিয়ে দেখতে সিবিআই তদন্তের গতি আরও বাড়াতে চলেছে বলে সূত্রের খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *