‘বিত্তশালী’ বাবুল সুপ্রিয়, সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন

কলকাতা: তিনি তারকা প্রার্থী৷ ছিলেন মন্ত্রীও৷ এবারও ভোটের ময়দানে চেনা আসানসোল থেকে লড়ছেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়৷ ভোটে লড়ার সুবাদে নির্বাচন কমিশনের দপ্তরে হলফনামা জমা দিয়ে নিজের সম্পত্তির পরিমাণ জানিয়েছেন এই তারকাপ্রার্থী৷ হলফনামায় বাবুল জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর হাতে রয়েছে ৪৬ হাজার নগদ টাকা৷ স্ত্রীর হাতে ৩২ হাজার টাকা নগদ আছে৷ বাবুলের ব্যাংকে আছে ৭

‘বিত্তশালী’ বাবুল সুপ্রিয়, সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন

কলকাতা: তিনি তারকা প্রার্থী৷ ছিলেন মন্ত্রীও৷ এবারও ভোটের ময়দানে চেনা আসানসোল থেকে লড়ছেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়৷ ভোটে লড়ার সুবাদে নির্বাচন কমিশনের দপ্তরে হলফনামা জমা দিয়ে নিজের সম্পত্তির পরিমাণ জানিয়েছেন এই তারকাপ্রার্থী৷

হলফনামায় বাবুল জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর হাতে রয়েছে ৪৬ হাজার নগদ টাকা৷ স্ত্রীর হাতে ৩২ হাজার টাকা নগদ আছে৷ বাবুলের ব্যাংকে আছে ৭ লক্ষ ৯৯ হাজার ৩৩৫টাকা৷ স্ত্রীর ব্যাংকে ১৫ হাজার ২০০টাকা৷ বন্ড ও শেয়ারে বাবুলের লগ্নির পরিমাণ ৪ লক্ষ ০৬ হাজার ২৯৯টাকা৷ সঞ্চয় করেছেন, ৪২ লক্ষ ৯৪ হাজার ৬৩৪ টাকা৷ স্ত্রী সঞ্চয় করেছেন মাত্র ৬ লক্ষ টাকা৷ রয়েছে ১টি বাইক৷ ৪টি গাড়ি৷ যার বাজার মূল্য ৬৭ লক্ষ ৯৯ হাজার ৬০৮ টাকা৷ রয়েছে সোনা৷ বাবুলের ২০ ভরি সোনার মূল্য ৬ লক্ষ ও স্ত্রীর ৩০ ভরির সোনার মূল্য ৯ লক্ষ টাকা৷ সবমিলিয়ে বাবুলের মোট সঞ্চয় ১কোটি ৩০ লক্ষ ১৮ হাজার ৩১২টাকা৷ তাঁর স্ত্রীর সঞ্চয় ১৫লক্ষ ৪৭ হাজার ২০০টাকা৷ রয়েছে স্থাবর সম্পত্তি৷

গত ৫ এপ্রিল নির্বাচন কমিশনে হলফনামায় বাবুল জানিয়েছেন, তাঁর একটি অকৃষি জমি রয়েছে৷ যার মূল্য ১৯ লক্ষ টাকা৷ ২কোটি ৫৫ টাকার ৩টি ফ্ল্যাট রয়েছে৷ স্ত্রী ও শাশুড়ির একটি ফ্ল্যাটের দাম ৩৬ লক্ষ টাকা৷ বাবুলের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ২কোটি ৯২ লক্ষ টাকা৷ স্থাবর ও অস্থাবর মিলিয়ে বাবুল ও তাঁর স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৪ কোটি ৩৭ লক্ষ ৪১২টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =