অবশিষ্ট ১৭ আসনে আজই প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা: কংগ্রেস শিবির থেকে আসন সমঝোতার যাবতীয় সম্ভাবনা ভেস্তে যাওয়ার পূর্ণ ইঙ্গিত দেওয়া হলেও রাজ্য বামফ্রন্ট শেষ রক্ষা করতে মরিয়া মনোভাব বজায় রেখেছে। সেই কারণে তারা রাজ্যের অন্তত ১৭টি কেন্দ্রে বাম প্রার্থীর নাম ঘোষণার জন্য মঙ্গলবার পর্যন্ত সময় নিল। ৪২টির মধ্যে ২৫টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে তারা কংগ্রেসের জন্য অপেক্ষা করছিল গত তিনদিন ধরে।

অবশিষ্ট ১৭ আসনে আজই প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা: কংগ্রেস শিবির থেকে আসন সমঝোতার যাবতীয় সম্ভাবনা ভেস্তে যাওয়ার পূর্ণ ইঙ্গিত দেওয়া হলেও রাজ্য বামফ্রন্ট শেষ রক্ষা করতে মরিয়া মনোভাব বজায় রেখেছে। সেই কারণে তারা রাজ্যের অন্তত ১৭টি কেন্দ্রে বাম প্রার্থীর নাম ঘোষণার জন্য মঙ্গলবার পর্যন্ত সময় নিল।

৪২টির মধ্যে ২৫টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে তারা কংগ্রেসের জন্য অপেক্ষা করছিল গত তিনদিন ধরে। কিন্তু প্রদেশ কংগ্রেস মূলত সিপিএমের বিরুদ্ধে আসন এবং প্রার্থী নিয়ে ‘দাদাগিরি’র অভিযোগ এনে একক লড়াইয়ের সিদ্ধান্তের সুপারিশ করে হাইকমান্ডের কাছে। এমনকী, এদিন দিল্লিতে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র হাইকমান্ডের সঙ্গে আলোচনার পর প্রথম তিন দফার ভোটে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম জানানোর পর মনে করা হয়েছিল বামেরাও আর অপেক্ষা করবে না।

কিন্তু এদিন রাতে সাংবাদিক বৈঠকে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, রাজ্যে বিজেপি ও তৃণমূল বিরোধী ভোটকে এককাট্টা করার জন্য আমরা এখনও চেষ্টা চালিয়ে যাব। তাই আজ কোনও তালিকা প্রকাশ করছি না। মঙ্গলবার ফ্রন্টের বৈঠকের পর যা জানানোর, জানাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − ten =