শক্তি বাড়িয়ে ফের লাল-সুনামি বাংলায়, অভিযান এবার নবান্নে

কলকাতা: শাসক তৃণমূলকে বিঁধতে এবার পথে নামছে বাম শিবির৷ গণসংগঠনগুলিকে ময়দানে নামানোর সিদ্ধান্ত বাম শিবিরের৷ সোশ্যাল মিডিয়ায় পাল্টা প্রচারের কর্মসূচি নিয়েছে ছাত্র-যুব-কৃষক-শ্রমিক সংগঠনগুলিও৷ শাসকদলের উপর চাপ বাড়াতে আগস্ট কিংবা সেপ্টেম্বর জুড়ে কলকাতা সহ সব জেলায় আন্দোলন জোরদার করার ডাক দিয়েছে সিপিএম নেতৃত্ব৷ পুজোর আগে সব জেলা সদরে বামফ্রন্টের তরফে একটি করে বড় সমাবেশ করার পরিকল্পনা

শক্তি বাড়িয়ে ফের লাল-সুনামি বাংলায়, অভিযান এবার নবান্নে

কলকাতা: শাসক তৃণমূলকে বিঁধতে এবার পথে নামছে বাম শিবির৷ গণসংগঠনগুলিকে ময়দানে নামানোর সিদ্ধান্ত বাম শিবিরের৷ সোশ্যাল মিডিয়ায় পাল্টা প্রচারের কর্মসূচি নিয়েছে ছাত্র-যুব-কৃষক-শ্রমিক সংগঠনগুলিও৷ শাসকদলের উপর চাপ বাড়াতে আগস্ট কিংবা সেপ্টেম্বর জুড়ে কলকাতা সহ সব জেলায় আন্দোলন জোরদার করার ডাক দিয়েছে সিপিএম নেতৃত্ব৷ পুজোর আগে সব জেলা সদরে বামফ্রন্টের তরফে একটি করে বড় সমাবেশ করার পরিকল্পনা হয়েছে৷ ডাকা হয়েছে নবান্ন অভিযান৷

কালীঘাটে গিয়ে কেন আত্মহত্যা করেছিলেন হুগলির চাকরিপ্রার্থী প্রসূন দত্ত? কেন কৃষক শিলাদিত্যকে কেন মাওবাদী বলে গ্রেপ্তার করা হয়েছিল? অম্বিকেশ মহাপাত্রকে মজার কার্টুন আঁকার জন্য কেন পুলিশ তাঁকে হেনস্তা করেছিল? তৃণমূল জমানায় ২০০ বেশি আত্মঘাতী কৃষকের দেনার পরিমাণ কত? রাজ্যে নথিভুক্ত বেকারদের চাকরির সঠিক সংখ্যাই কী? কত জনকে চাকরি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? মমতাকে অস্বস্তিতে ফেলতে এবার ‘দিদিকে বলো’র জন্য পাল্টা প্রশ্নমালা তৈরি করল বামফ্রান্ট৷

বাম নেতৃত্বের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিভিন্ন ঘটনা তুলে ধরে ‘দিদি’কে তোলা হবে কাঠগড়ায়৷ সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই প্রশ্নগুলি তুলে ধরে লাগাতার করা হবে প্রচার৷ তণমূলের জনসংযোগকে ঢাল করেই ‘দিদি’র অস্ত্রে ‘দিদি’কে বিদ্ধ করার ডাক বাম নেতৃত্বের৷ এই নিয়ে রাজ্যজুড়ে টানা কর্মসূচি চূড়ান্ত করারও ছাড়পত্র দিয়েছে বাম নেতৃত্ব৷ সেক্ষেত্রে বাম যুব-ছাত্র সংগঠনের কর্মসূচির উপর বাড়ানো হচ্ছে গুরুত্ব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − seven =