অবাধে চলল ছাপ্পা, অভিযোগ জানিয়েও নিরুত্তর কমিশন

খড়্গপুর: দেদার ছাপ্পা খড়্গপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সতকুই দক্ষিণ ১০৬ নং বুথে। এই কেন্দ্রের বাম প্রার্থী বিপ্লব ভট্ট নির্বাচন কমিশনে অভিযোগ জানালেও কোনও লাভ হয়নি। বিপ্লব ভট্টের অভিযোগ, দুপুর ১টা থেকে প্রিসাইডিং অফিসার ও রাজ্য পুলিশের মদতে ছাপ্পা দেওয়া হচ্ছে শাসকদলের পক্ষ থেকে। এআরও, পুলিশ কেউই অভিযোগে কর্ণপাত করেনি। অবশেষে বাধ্য হয়েই বিপ্লব ভট্ট আরও

7e46b65399e23e5bf523918c750a67b4

অবাধে চলল ছাপ্পা, অভিযোগ জানিয়েও নিরুত্তর কমিশন

খড়্গপুর: দেদার ছাপ্পা খড়্গপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সতকুই দক্ষিণ ১০৬ নং বুথে। এই কেন্দ্রের বাম প্রার্থী বিপ্লব ভট্ট নির্বাচন কমিশনে অভিযোগ জানালেও কোনও লাভ হয়নি।

অবাধে চলল ছাপ্পা, অভিযোগ জানিয়েও নিরুত্তর কমিশনবিপ্লব ভট্টের অভিযোগ, দুপুর ১টা থেকে প্রিসাইডিং অফিসার ও রাজ্য পুলিশের মদতে ছাপ্পা দেওয়া হচ্ছে শাসকদলের পক্ষ থেকে। এআরও, পুলিশ কেউই অভিযোগে কর্ণপাত করেনি। অবশেষে বাধ্য হয়েই বিপ্লব ভট্ট আরও কে ইমেল মারফত অভিযোগ জানান। অভিযোগ পেয়ে আরও জানান সুন্দর ও শান্তিপূর্ণ ভোট হচ্ছে ওই বুথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *