রাজ্যের প্রস্তাবিত ‘বাংলা’র নাম খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি: দীর্ঘ টালবাহানার পর এবার রাজ্যের নাম বদলের প্রস্তাব সরাসরি খারিজ করে দিল কেন্দ্র৷ নাম বদল করতে গেলে বহু জটিলতা রয়েছে৷ বদলাতে হবে সংবিধানিক ধারা৷ দীর্ঘ এই জটিলতার ধকল কেন্দ্র সরকার নিতে চাইছে না বলে বুধবার সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়৷ মোদীর মন্ত্রিসভায় নতুন মুখ হিসাবে উঠে আসা বিহারের উজিয়ারপুরের বিজেপির সাংসদ নিত্যানন্দ

50fcdee6f966e7035c2f8e1757de1d46

রাজ্যের প্রস্তাবিত ‘বাংলা’র নাম খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি: দীর্ঘ টালবাহানার পর এবার রাজ্যের নাম বদলের প্রস্তাব সরাসরি খারিজ করে দিল কেন্দ্র৷ নাম বদল করতে গেলে বহু জটিলতা রয়েছে৷ বদলাতে হবে সংবিধানিক ধারা৷ দীর্ঘ এই জটিলতার ধকল কেন্দ্র সরকার নিতে চাইছে না বলে বুধবার সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়৷ মোদীর মন্ত্রিসভায় নতুন মুখ হিসাবে উঠে আসা বিহারের উজিয়ারপুরের বিজেপির সাংসদ নিত্যানন্দ রায় রাজ্যসভায় লিখিত বিবৃতি দিয়ে জানিয়ে দেন, পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার প্রস্তাব কেন্দ্র অনুমোদন দিচ্ছে না৷ কারণ নাম পরিবর্তন করতে গেলে নানান জটিলতা তৈরি হতে পারে৷

যদিও রাজ্যের নাম পরিবর্তনের বিষয়টি তুলে ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের উপনেতা সুখেন্দুশেখর রায়৷ সংসদে দাঁড়িয়ে সুখেন্দুশেখর রায় জানান, ২০১৮-র জুলাইয়ে পশ্চিমঙ্গ বিধানসভা রাজ্যের নাম পাল্টে ‘বাংলা’ করার প্রস্তাব পাশ হয়ে গিয়েছে৷ কিন্তু, কেন্দ্র সরকারের তরফে কোনও অনুমোদন এখনও দেওয়া হয়নি৷ এই বিষয়ে রাজ্যসভার সচিবকে চিঠিও পাঠানো হয় তৃণমূলের তরফে৷ এরপরই আজ, কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, পশ্চিমবঙ্গকে বাংলা করবে না মোদির সরকার৷

এর আগে রাজ্যের নাম পরিবর্তনের জন্য বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষায় ‘পশ্চিম’ শব্দটি তুলে বাংলা ও বেঙ্গল করার প্রস্তাব দেওয়া হয়৷ সেই প্রস্তাব বিধানসভায় পাশ করিয়ে পাঠানো হয় কেন্দ্রকে৷ কেন্দ্র পুরো বিষয়টি পর্যালোচনার পরে রাজ্যকে জানিয়ে দেওয়া হয়, ৩টি ভাষাতেই এক ধরনের নাম বাছতে বালা হয়৷ এবং তা খারিজ করে দেওয়া হয়৷ এরপর বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষাতেই বাংলা নামের প্রস্তাব দেওয়া হয়৷  কিন্তু সেই পরিবর্তিত প্রস্তাব বিধানসভায় পেশ না করায় আপত্তি তোলে কেন্দ্র৷ পরে, বিধানসভায় বিল পাশ করিয়ে তা ফের পাঠানো হয়৷ তবে প্রস্তাব পাঠানো হলেও, কেন্দ্রের তরফে প্রথমে কোনও জবাব না দিলেও তৃণমূল সাংসদরে চিঠির জবাবে সেই প্রস্তাব খারিজ করে দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *