হাওড়া: লক্ষ্য ৪২-এ ৪২৷ আর সেই লক্ষ্য পূরণে এবার মহাযজ্ঞ তৃণমূলের৷ একদিকে জোরকদমে প্রচারও অন্যদিকে পূজার্চনা শুরু তৃণমূলের৷ দলের মধ্যে অপদেবতা তাড়াতেই এই যজ্ঞের আয়োজন করা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর৷ আর তারই অঙ্গ হিসেবে রাজ্যের সব আসন জয়ের লক্ষ্যে তারাপীঠ থেকে পুরোহিত এনে ৯টি হোমকুণ্ডতে যজ্ঞের আয়োজন করল তৃণমূল৷
রবিবার হাওড়ার ২৬ নম্বর ওয়ার্ড তৃণমূলের উদ্যোগে উমেশ ব্যানার্জি লেনে মাঠের মধ্যে আয়োজন করা হয় এই যজ্ঞের। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব৷ আয়োজনের ত্রুটি কিছুই ছিল না। ৬০ কেজি কাঠ ও ৮ কেজি ঘি পুড়িয়ে মহাসমারোহে এই যজ্ঞ হয়েছে। মহিলাদের উলুধ্বনী ও শাঁখের আওয়াজে গোটা এলাকার পরিবেশ হয়ে উঠেছিল অন্যরকম। হাজির ছিলেন এলাকার শতাধিক মানুষও।
এদিন উমেশ ব্যানার্জি লেনে মাঠের মধ্যে সকাল থেকেই যজ্ঞের আয়োজন শুরু হয়। একটি বড় ফ্লেক্সে দলের ৪২ জন প্রার্থীর ছবি দেওয়া ছিল। এছাড়া অন্য একটি ফ্লেক্সে হাওড়ার প্রার্থী প্রসূনবাবুর ছবি ছিল। মাঠের মধ্যে ৯টি বড় হোমকুণ্ড তৈরি করা হয়েছিল। সেখানে ৯ জন পুরোহিত বসে যজ্ঞ করছিলেন। তার সামনেই একটি বড় ঘট বসানো হয়েছিল। যজ্ঞ শুরুর আগে ওই ঘটে পুজো করা হয়। তারপর দু’ঘণ্টারও বেশি সময় ধরে চলে যজ্ঞ। এলাকার প্রচুর মানুষ এই যজ্ঞ দেখতে ভিড় করেন। যজ্ঞের উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, রাজ্যের সব ক’টি আসনই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার লক্ষ্যেই এই যজ্ঞ করা হয়েছে৷