Aajbikel

নতুন সংসদ ভবনের উদ্বোধনে আমন্ত্রণই পেলেন না রাষ্ট্রপতি! বিজেপির কী চালে ভুল হয়ে গেল?

 | 
সংসদ

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েকটি দিন। ২৮ মে   বিনায়ক দামোদর সাভারকরের জন্মদিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে নতুন সংসদ ভবনের উদ্বোধন হতে চলেছে। আর সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। যা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। ইতিমধ্যেই বিজেপি বিরোধী অধিকাংশ দলগুলি উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। সবার বক্তব্য একটাই, নতুন সংসদ ভবনের উদ্বোধন হওয়া উচিত ছিল রাষ্ট্রপতির হাত ধরে। সেখানে তাঁকে আমন্ত্রণই জানানো হল না।

 

আসলে নতুন সংসদ ভবনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী ইতিহাসের পাতায় নিজের নাম তুলে নিতে চাইছেন বলেই রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি, এমনটাই অভিযোগ বিরোধীদের। কারণ রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো মানে তিনিই উদ্বোধন করবেন। রাষ্ট্রপতির উপস্থিতিতে প্রধানমন্ত্রী বা অন্য কেউ উদ্বোধন করছেন এটা বাস্তবসম্মত নয়, তাই সবদিক ভেবেচিন্তেই প্রচারের আলো যাতে নিজের উপরে থাকে সেই লক্ষ্যেই দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়নি, এমনটাই দাবি করছে বিরোধীরা। তবে ১৯টি বিরোধী দল একযোগে উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নেবে, সেটা বোধহয় ভাবতে পারেনি গেরুয়া শিবির। তাই কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বিরোধীদের কাছে আবেদন জানিয়ে বলেছেন তাঁরা যেন নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখেন।

 

এখন প্রশ্ন হচ্ছে বিজেপির এই সিদ্ধান্ত লোকসভা ভোটের আগে তাদের বিপাকে ফেলবে না তো? কারণ আদিবাসী সমাজের প্রতিনিধি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করে বিজেপি বিষয়টি নিয়ে ব্যাপক প্রচার চালিয়েছিল। তখন থেকেই আদিবাসী বা অন্যান্য পিছিয়ে পড়া সমাজ আরও বেশি করে বিজেপির দিকে আকৃষ্ট হতে শুরু করে। যা নিয়ে বিরোধীরা প্রকারান্তরে স্বীকার করে নেয় রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুর নাম প্রস্তাব করে নরেন্দ্র মোদি রীতিমতো মাস্টার স্ট্রোক দিয়েছেন। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর বিষয়টিকে কেন্দ্র করে বিরোধীরা অনুষ্ঠান বয়কটের মাধ্যমে আদিবাসী সমাজকে বিশেষ বার্তা দিতে চাইছে বলেই রাজনৈতিক মহল মনে করে। এতে ভোটবাক্সে বিরোধীদের লাভ হবে বলে রাজনীতির কারবারিদের একাংশ মনে করছেন।

 

এর পাশাপাশি সাভারকরের জন্মদিবসে সংসদ ভবনের উদ্বোধন নিয়েও বিতর্ক শুরু হয়েছে। কেন বেছে বেছে এই দিনটিকে ঠিক করা হল তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। প্রবল হিন্দুত্বের প্রতীক সাভারকরের জন্মদিবসকে বেছে মেরুকরণের রাজনীতির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র? সব মিলিয়ে সংসদ ভবনের উদ্বোধন ঘিরে বিতর্ক এখন তুঙ্গে। বিজেপির এই সিদ্ধান্তে তাদের রাজনৈতিক লাভ কতটা হবে সেটা নিয়েই মূলত প্রশ্ন উঠছে। তাই এই ইস্যু বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দেয় কিনা সেটা সময়ই জবাব দেবে।

Around The Web

Trending News

You May like