দেবময় ঘোষ: উত্তরপ্রদেশের হাথরস সহ বিভিন্ন জায়গায় মহিলাদের ওপরে যে ন্যক্কারজনক নির্যাতন ও খুনের ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচির আয়োজন করবে বাম-কংগ্রেস। বামফ্রন্ট ও কংগ্রেসের পক্ষ থেকে বিমান বসু ও আবদুল মান্নানের যৌথ বিবৃতি জারি করে এই কথা জানিয়েছেন। তবে এখানে একটি বিষয় উল্লেখযোগ্য। সিদ্ধান্ত হয়েছে, পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও ডেবরায় তরুণীদের যেভাবে অত্যাচার করে খুন করা হয়েছে তার প্রতিবাদও করা হবে এই কর্মসূচিতে।
প্রশ্ন এখানেই। উত্তরপ্রদেশের হাথরস পর্বের প্রতিবাদ যখন করবে বলে মনস্থির করেছে বাম-কংগ্রেস তবে এখানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি জুড়ে দেওয়া হল কেন? বিজেপি বিরোধী কোনও কর্মসূচিতে কী বাধ্যতামূলক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী কিছু রেখে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা কী শুধু নিয়মমাফিক ছুঁয়ে দেখা, নাকি বাম-কংগ্রেস মমতা বিরোধিতায় সত্যি ‘সিরিয়াস’। অনেকেই বলতে পারেন, পশ্চিমবঙ্গে কী নারী নির্যাতন হয় না? কিন্তু তাতেও প্রশ্ন আসে, এ রাজ্যের নারী নির্যাতনের ঘটনাগুলি নিয়ে প্রতিবাদ আন্দোলন বা কর্মসূচি করার জন্য কী একটি ‘হাথরসে’র ঘটনার অপেক্ষা করছিল বাম-কংগ্রেস নেতৃত্ব। হাথরস ঘটনার প্রতিবাদের লেজুর হিসাবে এই রাজ্যের কিছু ঘটনার উল্লেখ্য করা হল। অথচ এরাজ্যে ঘটা প্রতিটি ঘটনাই নির্মম। কিন্তু, বাম-কংগ্রেস নেতৃত্বের কাছে সেগুলি এতদিন কেন আন্দোলনের বিষয় বলে মনে হল না?
বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আরও সিদ্ধান্ত হয়েছে, পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও ডেবরায় তরুণীদের যেভাবে অত্যাচার করে খুন করা হয়েছে তার প্রতিবাদও করা হবে এই কর্মসূচিতে। মহিলাদের ওপরে আক্রমণের ঘটনাগুলিকে ধিক্কার জানিয়ে এই প্রতিবাদী কর্মসূচি রাজ্যের সমস্ত জেলাতে সংঘটিত করার আবেদন জানানো হচ্ছে।’’
সভায় স্থির হয়েছে, কলকাতার কর্মসূচিতে আগামী ৬ অক্টোবর বেলা ৩টে ৩০ মিনিটে ধর্মতলায় মেট্রো চ্যানেলে জমায়েত করা হবে এবং তারপর প্রতিবাদ মিছিল লেনিন সরণী, মৌলালি, মল্লিকবাজার, পার্ক স্ট্রিট হয়ে লেডি ব্র্যাবোর্ন কলেজের সামনে শেষ হবে। এই মিছিলে তৃণমূল ও বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক সংগঠন ও গণসংগঠনকে শামিল হতে আবেদন করা হচ্ছে। জেলায় জেলায় এই কর্মসূচি রূপায়ণ করার সময় বামফ্রন্টের শরিক দল ছাড়াও অন্যান্য বামপন্থী দল, বাম সহযোগী দলসমূহ ও কংগ্রেসকে নিয়ে যৌথ কর্মসূচি হিসাবে রূপায়ণ করার লক্ষ্যে জেলা বামফ্রন্ট আহবায়কদের অনুরোধ করা হয়েছে।