ফের গুলি পুলিশের, রাজপথে আগুন জ্বালাল বিজেপি

গুড়াপ: ফের পুলিশের গুলিতে জখম বিজেপি কর্মী৷ এমনই অভিযোগ তুলে রাজপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের৷ বন্ধুক ছিনিয়ে নেওয়ায়, গুলি ছিটকে গিয়েছে বলে দাবি পুলিশের৷ বৃহস্পতিবার গুড়াপে বিজেপি কর্মীকে গুলি করার প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা৷ এদিন সকালে গুলি চালানোর প্রতিবাদে থানায় ডেপুটেশন কর্মসূচি পাল করেন বিজেপি কর্মী-সমর্থকরা৷ এরপরই পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া

ফের গুলি পুলিশের, রাজপথে আগুন জ্বালাল বিজেপি

গুড়াপ: ফের পুলিশের গুলিতে জখম বিজেপি কর্মী৷ এমনই অভিযোগ তুলে রাজপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের৷ বন্ধুক ছিনিয়ে নেওয়ায়, গুলি ছিটকে গিয়েছে বলে দাবি পুলিশের৷

বৃহস্পতিবার গুড়াপে বিজেপি কর্মীকে গুলি করার প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা৷ এদিন সকালে গুলি চালানোর প্রতিবাদে থানায় ডেপুটেশন কর্মসূচি পাল করেন বিজেপি কর্মী-সমর্থকরা৷ এরপরই পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে করেন বলে অভিযোগ৷ প্রাণ বাঁচাতে থানার ভিতরে আশ্রয় নিতে বাধ্য হন পুলিশ কর্মীরা৷  পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের ছোঁড়ে পুলিশ৷

ঘটনার সূত্রাপাত বুধবার রাতে৷ অভিযোগ, বিজয় মিছিলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষ বাঁধে৷ পুলিশ ঘটানস্থলে পৌঁছলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে৷ পুলিশের গুলিতে এক বিজেপি কর্মী জখম হন৷ পুলিশের অভিযোগ, ওই দিন রাতে পুলিশ কর্মীদের বন্দুক ছিনিয়ে চেষ্টা করা হয়৷ সেখান থেকেই গুলি ছিটকে এক বিজেপি কর্মীর পেটে লাগে৷ এই ঘটনার প্রতিবাদে আজ নতুন করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 16 =