কোচবিহার: জনসভা থেকে খোদ দলনেত্রী পুলিশকে বার্তা দিয়েছিলেন৷ নবান্নের সভাঘরে তৃণমূল মন্ত্রীদের একাংশও পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ তুলেছিলেন৷ এবার, সেই একই অভিযোগ তুলে থানার মধ্যেই ধর্নায় বসলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ৷
তৃণমূল বিধায়ক উদয়ন গুহের অভিযোগ, সাহেবগঞ্জকে শান্ত করতে পুলিশি নিষ্ক্রিয়৷ সাহেবগঞ্জে পরপর সন্ত্রাসের ঘটনা ঘটছে৷ কিন্তু, হিংসা বন্ধ করতে তৎপর নয় পুলিশ-প্রশাসন৷ এই অভিযোগ তুলে শনিবার সকালে থানার সামনে ধর্নায় দিনহাটার তৃণমূল বিধায়ক৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিনহাটার এসডিওর সঙ্গে কথা বলেন বিধায়ক৷
গত সপ্তাহে প্রশাসনিক বৈঠকে পুলিশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী সামনে তীব্র ক্ষোভ উগরে দেন বাংলার বেশ কয়েকজন মন্ত্রী৷ তৃণমূল কর্মীরা আক্রান্ত হওয়ার অভিযোগ জানানো পরও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন মন্ত্রীদের একাংশ৷ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই বিষয়টি খতিয়ে দেখার জন্য ডিজিকে কড়া নির্দেশও দেন মুখ্যমন্ত্রী৷ জানিয়ে দেন, ‘আপনার পুলিশ ব্যালেন্স করে চলছে৷ ব্যবস্থা নিন৷’’ এই ঘটনার পর তৃণমূল বিধায়কের ধর্না ঘিরে তৈরি হয়েছে নয়া জল্পনা৷