আজ বিকেল: বাংলায় পুলিশ প্রশাসন রাজ্য সরকারের ইচ্ছেয় চলে। এমনই অভিযোগ তুলে বিরোধীরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বহুদিন হল। তাই কমিশনের নির্দেশেই এবার পুলিশ পর্যবেক্ষক এল রাজ্যে। এদিকে তারপর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিরাবচন কমিশনারের অফিসে ভিড় করছেন। এই উপলক্ষেই রবিবার কলকাতায় এসে পৌঁছেছেন অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক বিবেক দুবে, তাঁকেই দায়িত্ব দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।
আর রবিবার থেকেই বিবেক দুবের সাক্ষাৎ পেতে লম্বা লাইন পড়েছে নির্বাচন কমিশনের অফিসে। এদিন তৃণমূলের তরফে সেখানে যান রাজ্যের মন্ত্রী তাপস রায় ও দক্ষিণ ২৪ পরগনার তৃণমূলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী। এদিন তাঁরা বিশেষ পুলিশ পর্যবেক্ষককে বলেন, বিজেপি-সহ অন্য বিরোধী রাজনৈতিক দলগুলির সেভাবে জনসমর্থন নেই। তাই ভোটের আগে মাটি পেতে তারা নানা রকম গুজব রটাচ্ছে। এসবে কান দেবেন না। বাংলার মানুষ শান্তিতেই আছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনওরকম অশান্তি, খুনোখুনির ঘটনা ঘটেনি, আইনশৃঙ্খলা বিঘ্নিত হয়নি। শুধুমাত্র তৃণমূলের জনসমর্থনে ঈর্শ্বান্বিত হয়েই এই কাজ করছে।
রাজনৈতিক হিংসার দৃষ্টান্ত হিসেবে বিজেপি গত পঞ্চায়েত ভোটকে কমিশনের সামনে আনছে। মজার বিষয় হল পঞ্চায়েত ভোট নিয়ে বেশ কয়েকবার বিজেপি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে ঘুরে এসেছে, কিন্তু ওদের অভিয়োগ ধোপে টেকেনি, এবারও তার ব্যতিক্রম হবে না।