পথ আটকে করা যাবে না পুজো, কড়া হচ্ছে নবান্ন

কলকাতা: পথ আটকে দুর্গা পুজো করার উপর এবার বিধিনিষেধ আনতে পারে নবান্ন৷ নেওয়া হতে পারে কড়া পদক্ষেপ৷ নবান্নের গ্রিভ্যান্স সেলে পথ আটকে পুজো করার বিষয়ে একাধিক অভিযোগ জমা পড়ায়, ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে পারে নবান্ন৷ তবে, এই বিষয়ে সরকারি ভাবে কোনও বিধিনিষেধ জারি না হলেও সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পথ আটকে

পথ আটকে করা যাবে না পুজো, কড়া হচ্ছে নবান্ন

কলকাতা: পথ আটকে দুর্গা পুজো করার উপর এবার বিধিনিষেধ আনতে পারে নবান্ন৷ নেওয়া হতে পারে কড়া পদক্ষেপ৷ নবান্নের গ্রিভ্যান্স সেলে পথ আটকে পুজো করার বিষয়ে একাধিক অভিযোগ জমা পড়ায়, ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে পারে নবান্ন৷ তবে, এই বিষয়ে সরকারি ভাবে কোনও বিধিনিষেধ জারি না হলেও সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পথ আটকে পুজো করার ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ চাপাতে পারে নবান্ন৷

নবান্ন সূত্রে খবর, পথ আটকে যাতে কোথাও কোনও পুজো না হয়, তা নিশ্চিত করতে সমস্ত থানায় নির্দেশ পাঠানোর কাজ শুরু হয়েছে৷ খুব দ্রুত এই নির্দেশ কার্যকর হতে চলেছে বলেও খবর৷

রাস্তা আটকে আর পুজো করা চলবে না৷ এমনকী গেট, আলোকসজ্জার জন্যও রাস্তা ব্যবহার করা যাবে না বলে আগেই পুলিশের তরফে পুজো কমিটিগুলিকে সতর্ক করা দেওয়া হয়৷ সূত্রের খবর, এবারও এই একই রকম ব্যবস্থা নেওয়া হতে পারে৷

কলকাতা শহরে দুর্গাপুজোর মতো সামাজিক উত্সবের ক্ষেত্রে মাসের পর মাস রাস্তা অর্ধেক বা পুরো বন্ধ রাখার জন্য কমবেশি সমস্যায় পড়েন শহরের আধ কোটি জনসংখ্যার এক বড় অংশ৷ মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর কলকাতা জুড়ে যে প্রবল জ্যামজট দেখা দিয়েছিল, তার পিছনে শহরের অলিতে গলিতে রাস্তা বন্ধ করে গজিয়ে ওঠা প্যান্ডেলদের দায়িত্ব অনেকখানি বলে মনে করেন অনেকেই৷

শুধুমাত্র রাস্তা বন্ধ করে প্যান্ডেলই তো নয়, শহরের পুজোগুলি আকারে, প্রকারে ও প্রচারে যত বাড়ছে, রাজনৈতিক নেতা-নেত্রীদের মদতে পুষ্ট হচ্ছে, ততই লাগামছাড়া হচ্ছে তাদের আড়ম্বর৷ অনেক পুজোর কর্তাব্যক্তিরাই মনে করছেন, পুজোকে জাঁকজমকে বাড়িয়ে মানুষের অসুবিধা করাটাই আধুনিক পুজোর সাফল্য ও স্টেটাস সিম্বল৷ পুজোকে ঘিরে যত যানজট, মানুষের থেমে থাকা লাইনের দৈর্ঘ্য যত, ততই তো বাড়তি আমোদ আর ‘বড় পুজো’র তকমা৷ ঠিক একই ভাবে উঠছে, আরও একটি প্রশ্ন, রাস্তাজুড়ে যেমন পুজো বন্ধ করার বিষয়ে উদ্যোগ দিচ্ছে রাজ্য, ঠিক তেমনই বিশেষ বিশেষ দিনে পথ আটকে প্রার্থনা করার উপরও জারি হোক বিধিনিষেধ৷ তাহলে কোনও পক্ষেরই আর আপত্তি থাকবে না৷ তৈরি হবে না বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =