মহিলা ভোটারদের বাধা তৃণমূলের, বোমাবাজি-পথ অবরোধ

শিলিগুড়ি: বেলা যত বাড়ছে, ভোটের উত্তাপ ততই বেড়েই চলেছে৷ ভোট শুরুর চার ঘণ্টার মধ্যেই পৃথক পৃথক সংঘর্ষের ঘটনায় উত্তাল শীতলকুচি৷ আক্রান্ত সংবাদমাধ্যম৷ এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগে পথ অবরোধ বিজেপির৷ জানা গিয়েছে, এদিন সকালে অশান্তির খবর পেয়ে শীতলকুচি যান এবিপি আনন্দের সাংবাদিক দল৷ ঘটনাস্থলে পৌঁছতেই সাংবাদিকদের ঘিরে ধরেন তৃণমূল কর্মীরা৷ ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা

মহিলা ভোটারদের বাধা তৃণমূলের, বোমাবাজি-পথ অবরোধ

শিলিগুড়ি: বেলা যত বাড়ছে, ভোটের উত্তাপ ততই বেড়েই চলেছে৷ ভোট শুরুর চার ঘণ্টার মধ্যেই পৃথক পৃথক সংঘর্ষের ঘটনায় উত্তাল শীতলকুচি৷ আক্রান্ত সংবাদমাধ্যম৷ এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগে পথ অবরোধ বিজেপির৷

জানা গিয়েছে, এদিন সকালে অশান্তির খবর পেয়ে শীতলকুচি যান এবিপি আনন্দের সাংবাদিক দল৷ ঘটনাস্থলে পৌঁছতেই সাংবাদিকদের ঘিরে ধরেন তৃণমূল কর্মীরা৷ ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়৷ সাংবাদিককে মারধরের হুমকি দেওয়া হয়৷ পরে, গোটা পরিস্থিতি নিজের নাগালে নিয়ে নেন ওই সাংবাদিক৷ ক্যামেরার সামনে স্থানীয় মহিলারা দাবি করেন, তৃণমূলের স্থানীয় নেতারা তাঁদের ভোট দিতে দিতে দিচ্ছে না৷ তৃণমূল নেতাদের সামনে মহিলারা অভিযোগ তুলতেই বিপাকে পড়ে যান স্থানীয় নেতৃত্ব৷ গোটা ঘটনা সংবাদমাধ্যমে ফাঁস হতেই বুথ ছেড়ে চম্পট দেন তৃণমূলের নেতা কর্মীরা৷ অদূরে পুলিশ উপস্থিত থাকলেও, তাদের ভূমিকা ছিল দর্শকের৷ ঘটনাস্থল থেকে তৃণমূল নেতা-কর্মীরা উধাও হয়ে যেতেই ফের ভোটগ্রহণ কেন্দ্রে ফিরে আসেন ভোটাররা৷

অন্যদিকে, কোচবিহারের দিনহাটার মাতালহাটে বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বোমাবাজি করে বিজেপি সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ বিজেপির৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − eighteen =