লখনউ: মুখে গণতন্ত্র বাঁচানোর ডাক দিলেও বাস্তবে ভিন্ন ছবি ধরা পড়ল নরেন্দ্র মোদির নিজের দুর্গ বারাণসীতে৷ এবার মোদির বিরুদ্ধে প্রার্থী হতে চাওয়া প্রান্তিক ৫০ কৃষকের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ খোদ প্রশাসিক কর্তাদের বিরুদ্ধে৷ কৃষকদের প্রাণে মার হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে৷ রবিবার বারাণসীতে এই অভিযোগ প্রকাশ্যে আসতেই জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে নয়া বিতর্ক৷
তবে, উত্তরপ্রদেশের গোয়েন্দা অফিসারদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠলেও তা পাত্তা দিতে নারাজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ উল্টে আধিকারিকদের আড়াল করার সরকারি উদ্যোগও শুরু হয়েছে বলে অভিযোগ তুলেছেন বাধাপ্রাপ্ত কৃষরা৷ তেলেঙ্গানা স্টেট টারমারিক ফার্মাস অ্যাসোসিয়েশনের অভিযোগ, মোদির আস্থাভাজন হতে গিয়েই যোগীর নির্দেশে কৃষকদের বাধা দেওয়া হয়েছে৷
অ্যাসোসিয়েশনের অভিযোগ, তেলেঙ্গানার বিভিন্ন প্রান্তের ৫০ জন কৃষক শনিবার নরেন্দ্র মোদির বিরুদ্ধে মনোনয়ন জমা দিতে বারাণসী পৌঁছান৷ সংগঠনের তরফে কৃষকদের প্রার্থী পদের জন্য প্রস্তাবক হওয়ার কথা ছিল৷ বারাণসী লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহও করেন তাঁরা৷ কিন্তু, মনোনয়নপত্র সংগ্রহ করার পরই শুরু হয় বাধা দেওয়ার কাজ৷ অভিযোগ, মনোনয়নপত্র জমা দিতে গেলে তাঁদের বাধা দেন উত্তরপ্রদেশের গোয়েন্দা দপ্তরের অফিসাররা৷ দেওয়া হয় হুমকিও৷ এমনকি বেশ কয়েকজন কৃষকে পুলিশ ২৪ ঘণ্টা আটক করে রাখে বলেও অভিযোগ৷ তবে এত প্রতিকূলতার পরেও তাঁরা মাথানত করবেন না বলেই জানিয়েছেন কৃষকরা৷ জানাবেন তাঁদের অধিকার৷