বাঙালির প্রাণের উৎসব দখলে নয়া ছক গেরুয়া শিবিরের

কলকাতা: এবার শহরের দুর্গা পুজো কমিটিগুলির নিয়ন্ত্রণ নিতে সক্রিয় হয়ে উঠেছে রাজ্য বিজেপি৷ দলের প্রথম সারির রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই ময়দানে নেমে পরেছেন বলে খবর৷ কলকাতা শাহের বিগ বাজেটের মোট ২৫টি পুজো পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে চাইছে মুরলিধর সেন লেন৷ দলের কেন্দ্রীয় নেতারাও শহরের দুর্গা পুজো কমিটিগুলি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য রাজ্য নেতাদের সঙ্গে সমান আগ্রহী৷ এছাড়াও

6881a9c9afb3e486ae3ba99b43a5cc4c

বাঙালির প্রাণের উৎসব দখলে নয়া ছক গেরুয়া শিবিরের

কলকাতা: এবার শহরের দুর্গা পুজো কমিটিগুলির নিয়ন্ত্রণ নিতে সক্রিয় হয়ে উঠেছে রাজ্য বিজেপি৷ দলের প্রথম সারির রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই ময়দানে নেমে পরেছেন বলে খবর৷ কলকাতা শাহের বিগ বাজেটের মোট ২৫টি পুজো পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে চাইছে মুরলিধর সেন লেন৷ দলের কেন্দ্রীয় নেতারাও শহরের দুর্গা পুজো কমিটিগুলি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য রাজ্য নেতাদের সঙ্গে সমান আগ্রহী৷

এছাড়াও বিজেপি নেতৃত্ব চাইছে, কলকাতা পুরসভার ভোটের আগে দুর্গা পুজোর কমিটিগুলি নিয়ন্ত্রণ এনে সুকৌশলে দলের প্রভাব বাড়িয়ে নিতে৷ বিজেপি সূত্রের খবর, রাজ্য বিজেপির নেতারা কলকাতা শহর ও শহরতলীর পুজো কমিটি নিয়ন্ত্রণে আনতে আসরে নেমে পড়েছেন৷

উত্তর কলকাতার মোট ১০টি পুজো কমিটির সঙ্গে বিজেপি নেতারা কথা বলতে শুরু করেছেন। অন্যদিকে দক্ষিণ কলকাতার মোট ১৫টি পুজো কমিটিকে টার্গেট করেছে বিজেপি৷ কলকাতা শহরের মোট ২৫টি পুজো কমিটির মাথায় রাজ্য বিজেপি নেতাদের বসিয়ে পুজোর রাজনীতিতে তৃণমূলকে টেক্কা দিতে চাইছে মুরলিধর সেন লেন৷ অন্যদিকে সল্টলেক, বিধাননগড়, দমদমের বেশকয়েকটি নামি পুজো কমিটিগুলি নিজেদের নিয়ন্ত্রণে নিতেও নামছেন বিজেপির নেতারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *