নয়াদিল্লি: তত্ত্ব কথা আওড়ানোর লোক আছে। কিন্তু মাঠে ময়দানে নেমে কাজ করার জন্য দলীয় কর্মী নেই। সেই কারণে সাধারণ মানুষের একটি বড় অংশের কাছে পৌঁছনোই যায়নি। লোকসভা থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়ে কার্যত এই মর্মেই দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট পেশ করতে চলেছে সিপিএমের বঙ্গ ব্রিগেড। আগামী ২৬ এবং ২৭ মে দিল্লিতে দুদিনের পলিটব্যুরো বৈঠক ডেকেছে সিপিএম।
সেখানে লোকসভা ভোটের নির্বাচনী ফলাফল নিয়ে বিশ্লেষণ হওয়ার কথা। দুদিনব্যাপী সেই পলিটব্যুরো বৈঠকেই লোকসভা নির্বাচনে ভরাডুবির প্রাথমিক কারণ হিসেবে উল্লিখিত রিপোর্ট দলের বঙ্গ ব্রিগেড পেশ করতে চলেছে। এমনটাই জানা গিয়েছে সিপিএমের কেন্দ্রীয় কার্যালয় নয়াদিল্লির এ কে গোপালন ভবন সূত্রে। লোকসভায় বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করে রিপোর্ট দেবে সিপিএমের কেরল এবং ত্রিপুরা শিবিরও। এবারের লোকসভা নির্বাচনে সারা দেশে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে সিপিএম তথা বামেরা। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে কোনও কেন্দ্রেই এবার খাতা খুলতে পারেনি দল।