রানাঘাট: এলাকায় বিজেপির দুই শাগরেদ রয়েছে। একটি হল সিপিএম ও অন্যটি কংগ্রেস। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে শুক্রবার সন্ধ্যায় রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রুপালি বিশ্বাসের সমর্থনে নির্বাচনী জনসভায় তাহেরপুরে এসে এমনটাই বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
এদিন বিকেলে তাহেরপুর পুরসভার ডি ব্লকের স্থানীয় একটি মাঠে সভার আয়োজন করা হয়। কিন্তু বিকেলের পরই নির্বাচনী জনসভায় বাধা হয়ে দাঁড়ায় কালবৈশাখী। পাশাপাশি ব্যাপক বৃষ্টি শুরু হয়। তবুও এদিন ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করেই মঞ্চে উঠে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী। পার্থবাবুর পাশাপাশি এদিন মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী শুভশ্রী। অভিনেত্রীকে দেখার জন্য এদিন বিকেল থেকে স্থানীয় বহু সাধারণ মানুষ তাহেরপুরের ওই মাঠে ভিড় জমাতে শুরু করেন। অভিনেত্রী এদিন প্রার্থী রুপালি বিশ্বাসকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্তিশালী করার ডাক দেন শুভশ্রী।
পার্থবাবু বলেন, কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সত্যজিতের স্ত্রী রুপালি বিশ্বাসকে রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে। তাই সাধারণ মানুষের কাছে ওর হয়ে ভোট প্রার্থনা করছি। তিনি বলেন, এখনও অনেক লড়াই বাকি রয়েছে। বিজেপির বিরুদ্ধে আমাদের সবাইকে সঙ্ঘবদ্ধভাবে লড়াই করতে হবে। তাই বৃষ্টিতে ভিজবেন না। বেশি বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হবে। যদিও তৃণমূলের কর্মী-সমর্থকরা এদিন বৃষ্টি মাথায় নিয়েই মঞ্চে থাকা শিক্ষামন্ত্রীর উদ্দেশে তারস্বরে চিৎকার করে বলেন, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কিছু বক্তব্য রাখুন।