নয়াদিল্লি: আগেই গুজরাত ও হিমাচলপ্রদেশের রাজ্যপাল পদে রদবদল ঘটিয়েছে কেন্দ্র৷ এবার পশ্চিমবঙ্গের রাজ্যরাল পদে পরিবর্তন ঘটালো কেন্দ্র৷ সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির পদে বসতে চলেছেন জয়দীপ ধানকর৷
জয়দীপ ধানকর কে? জানা গিয়েছে তিনি সুপ্রিম কোর্টের জনপ্রিয় আইনজীবী হিসাবে পরিচিত তিনি৷ লড়েছেন নির্বাচনে৷ রাজস্থানের ধুলধুলি সংসদ ও বিধায়ক হয়েছেন তিনি৷ ছিলেন বিজেপির অন্দরেও ছিল তাঁর গুরুত্ব৷ সংসদে আইন বিষয়ক বিভাগের দায়িত্বেও ছিলেন তিনি৷ এবার বাংলার রাজ্যপালের পদ সামলাবেন জয়দীপ ধানকর৷
শনিবার রাষ্ট্রপতি ভবন সূত্রে বিবৃতি জারি করে জানানো হয়, নাগাল্যান্ডের রাজ্যপাল হচ্ছেন আরএন রবি৷ ত্রিপুরার রাজ্যপাল হচ্ছেন রমেশ বায়াস৷ মধ্যপ্রদেশের রাজ্যপাল হচ্ছেন লালজি ট্যান্ডন৷ উত্তরপ্রদেশের রাজ্যপাল হচ্ছেন আনন্দীবেন পটেল৷ বিহারের রাজ্যপাল হচ্ছেন ফাগু চৌহান৷ হিমাচলের রাজ্যপাল পদ থেকে আচার্য দেবব্রতকে সরিয়ে কলরাজ মিশ্রকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে৷ আচার্য দেবব্রতকে গুজরাতের রাজ্যপাল করা হয়েছে বলে রাষ্ট্রপতির সচিবালয় থেকে একথা জানানো হয়েছে৷
Anandiben Patel, Governor of Madhya Pradesh is transferred & appointed as Governor of Uttar Pradesh, Jagdeep Dhankhar as Governor of West Bengal, Ramesh Bais as Governor of Tripura. pic.twitter.com/XQZ1JwSK7X
— ANI (@ANI) July 20, 2019
Lal Ji Tandon, Governor of Bihar is transferred and appointed as Governor of Madhya Pradesh, Phagu Chauhan as Governor of Bihar, RN Ravi as Governor of Nagaland. The appointments will take effect from the dates they assume charge of their respective offices. https://t.co/EmPQixDg46
— ANI (@ANI) July 20, 2019
চলতি মাসের মধ্যেই ১২ রাজ্যের রাজ্যপালের মেয়াদ শেষ হতে চলেছে৷ সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ-সহ উত্তরপ্রদেশ থেকে ত্রিপুরা৷ প্রধানমন্ত্রী দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, ১২টি রাজ্যেই নয়া রাজ্যপাল হিসেবে নতুন মুখ আনা হতে পারে৷
পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ জুলাই৷ রাজ্যপাল ওপি কোহলির পদে আচার্য দেবব্রতকে গুজরাতের রাজ্যপাল করা হয়েছে৷ তাঁর পরপরই নাগাল্যান্ডের রাজ্যপাল পি বি আচার্যের পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে ১৮ জুলাই হয়েছে৷ উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েকের মেয়াদ শেষ হচ্ছে ২১ জুলাই৷ আগামী ২৬ জুলাই ত্রিপুরার রাজ্যপাল কাপ্টেন সিং সোলাঙ্কির কার্যকাল শেষ হচ্ছে৷ এক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনতে পারে কেন্দ্র৷ যদিও সংবিধানের ১৫৫ ও ১৫৬ ধারায় কোনও রাজ্যের রাজ্যপাল নিয়োগ করেন রাষ্ট্রপতি৷