নয়াদিল্লি: ১৯ ডিসেম্বর ভারত যা দেখেছে, তা আবার ফিরে আসবে। বারবার ফিরে ফিরে আসবে। মোদী-শাহ নিয়ন্ত্রিত কেন্দ্রীয় সরকারের ধর্মীয় ভেদাভেদ নীতি সারা দেশকেই ঐক্যবদ্ধ আন্দোলনের পথে চালিত করেছে। তবে এটা সত্যি কথা, এই আন্দোলনেও রাজনীতি রয়েছে। যারা চাইছেন, তারা রাজনীতি করে নিচ্ছেন।
রাজনীতি থাকাটাই স্বাভাবিক। ভারতীয় গণতন্ত্রের প্রাণকেন্দ্রে রাজনীতি সংপৃক্ত। সুতরাং কোনও মন্তব্য করার আগে মনে রাখতে হবে, রাজনীতি মনে শুধু তৃণমূল, বিজেপি, কংগ্রেস বা সিপিএমের পতাকা বহন করাই নয়, সার্বিক গণ আন্দোলনকে উৎসাহিত করাও রাজনীতি।
বিভেদমূলক সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ সারা দেশজুড়ে হচ্ছে। অনেকেই মিশরের তাহরির স্কোয়ার বা বাংলাদেশের শাহবাগ আন্দোলনের সঙ্গে বেশ মিল পাচ্ছেন। অনেকেই ১৯ ডিসেম্বরের প্রতিবাদ কর্মসূচিকে রাজনৈতিক রং দিতে চাননা। কারণ, ওইদিন শুধু বামপন্থীরাই নন, অরাজনৈতিক মানুষ প্ল্যাকার্ড হাতে বেরিয়ে এসেছেন। কেউবা আবার চিৎকার করে বলছেন, বিজেপিকে ভোট দিয়েছিলাম। মহা ভুল করেছি।
অনেকেই দেখেছেন, নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে শুধু মুসলমানরাই নয়, তাদের সঙ্গে কোমর বেঁধে নেমেছেন হিন্দুরাও। এরা প্রত্যেকে ভারতীয়। এই আইনের বিরুদ্ধে এবং মোদী-শাহ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সংহত হয়েছে।