সরকারি অনুষ্ঠানের মঞ্চ ভেঙে গুরুতর জখম মন্ত্রী-বিধায়ক

কাটোয়া: মঞ্চ ভেঙে আহত হলেন মন্ত্রী স্বপন দেবনাথ ও তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়৷ কাটোয়ায় স্বাস্থ্য দপ্তরের সরকারি অনুষ্ঠান মঞ্চ ভেঙে পড়ে আহত মন্ত্রী স্বপন দেবনাথ ও তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়-সহ বেশ কয়েকজন৷ জানা গিয়েছে, আজ সকালে পশু হাসপাতালে ওটি উদ্বোধন এগিয়ে মঞ্চ ভেঙে বিপত্তি ঘটে জানা গিয়েছে৷ দু’জনের আঘাত লাগলেও ভয়ের কোনও কারণ নেই বলে

3 stocks recomended

কাটোয়া: মঞ্চ ভেঙে আহত হলেন মন্ত্রী স্বপন দেবনাথ ও তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়৷ কাটোয়ায় স্বাস্থ্য দপ্তরের সরকারি অনুষ্ঠান মঞ্চ ভেঙে পড়ে আহত মন্ত্রী স্বপন দেবনাথ ও তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়-সহ বেশ কয়েকজন৷

জানা গিয়েছে, আজ সকালে পশু হাসপাতালে ওটি উদ্বোধন এগিয়ে মঞ্চ ভেঙে বিপত্তি ঘটে জানা গিয়েছে৷ দু’জনের আঘাত লাগলেও ভয়ের কোনও কারণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ কোমর ও হাতে চোট পেয়েছেন দু’জনের৷ তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এদিন সকালে পশু হাসপাতালে ওটি উদ্বোধনের উপলক্ষে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ মঞ্চে ডাকা হয় মন্ত্রী ও বিধায়কদের৷ মঞ্চে অতিরিক্ত ভিড় হয়ে যাওয়ার কারণে হঠাৎ এই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে উদ্বোধনী মঞ্চ৷

মঞ্চ ভেঙে পড়ে গুরুতর জখম হন তাঁরা৷ পরে তড়িঘড়ি তাদের হাসপাতালে ভর্তি করা হয়৷ তবে আঘাত লাগলেও গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ মঞ্চ প্রস্তুতকারী ডেকোরেটার্স সংস্থাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে পুলিশ৷ মঞ্চ ভেঙে পড়ার কারণ জানতে তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ৷ গোটা ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =