‘দিদিকে বলো’র প্রচারে গিয়ে চূড়ান্ত বিপাকে মন্ত্রী

শিলিগুড়ি: ‘দিদিকে বলো’ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে নিজের কেন্দ্রের বাসিন্দাদের প্রশ্নের মুখে পড়লেন মন্ত্রী গৌতম দেব৷ বাসিন্দাদের কাছেই শুনলেন তৃণমূল নেতাদের বিরুদ্ধে জমি দখলদারির অভিযোগ৷ ডাবগ্রাম-ফুলবাড়ির খোলাচাঁদ ফাঁপড়িতে ‘দিদিকে বলো’ জনসংযোগ যাত্রায় নামেন মন্ত্রী গৌতম দেব৷ কিন্তু, সেখানে গিয়ে চূড়ান্ত বিড়ম্বনায় পড়েন মন্ত্রী৷ মন্ত্রীর সামনেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তোলেন হরিপ্রসাদ শর্মা নামের

‘দিদিকে বলো’র প্রচারে গিয়ে চূড়ান্ত বিপাকে মন্ত্রী

শিলিগুড়ি: ‘দিদিকে বলো’ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে নিজের কেন্দ্রের বাসিন্দাদের প্রশ্নের মুখে পড়লেন মন্ত্রী গৌতম দেব৷ বাসিন্দাদের কাছেই শুনলেন তৃণমূল নেতাদের বিরুদ্ধে জমি দখলদারির অভিযোগ৷

ডাবগ্রাম-ফুলবাড়ির খোলাচাঁদ ফাঁপড়িতে ‘দিদিকে বলো’ জনসংযোগ যাত্রায় নামেন মন্ত্রী গৌতম দেব৷ কিন্তু, সেখানে গিয়ে চূড়ান্ত বিড়ম্বনায় পড়েন মন্ত্রী৷ মন্ত্রীর সামনেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তোলেন হরিপ্রসাদ শর্মা নামের এক ব্যক্তি৷ হাতের নাগালে মন্ত্রীকে পেয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি৷ মন্ত্রীকে সাফ জানিয়ে দেন, স্থানীয় তৃণমূল নেতাদের কাছ থেকে তিনি একটি জমি কিনেছিলেন৷ কিন্তু তাঁকে সেই জমির দখল নিতে দেওয়া হয়নি৷ উল্টে টাকা চাওয়া হচ্ছে৷ দেওয়া হচ্ছে হুমকি৷ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান হয়নি৷ নিজের কেন্দ্রের বাসিন্দার মুখে এহেন অভিযোগ শুনে চাপে পড়ে প্রতিক্রিয়া দেন মন্ত্রী৷

মন্ত্রী জানান, এলাকার উন্নয়ন হয়েছে বলেই না জমির দাম বেড়েছে৷ আর উন্নয়নের জন্যেই সক্রিয় হয়েছে জমি মাফিয়ারা৷ এমন ঘটে থাকলে ব্যবস্থা নেওয়াও আশ্বাস দিয়েছেন বিড়ম্বনা কাঠানোর চেষ্টা করেন মন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − thirteen =