EVM-এ ষড়যন্ত্রের অভিযোগ মন্ত্রীর, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বিবাদ

কোচবিহার: ভোট শুরুর এক ঘণ্টার মধ্যেই EVM-এ কারচুপির অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷ একের পর এক ইভিএম খারাপ হওয়ার ঘটলায় জেলা শাসকের কাছে অভিযোগ মন্ত্রীর৷ ভোট শুরুর একঘণ্টার মধ্যে পরপর কেন ইভিএম বিকল হয়ে যাচ্ছে? প্রশ্ন মন্ত্রীর৷ রবীন্দ্রনাথ ঘোষের অভিযোগ, ‘‘আমরা বুঝতে পারছি না, কেন এত ইভিএম খারাপ হয়ে যাচ্ছে৷ খারাপ ইভিএমের পরবর্তন করে

8ff623332dc2e3b74df3e011ff0a455c

EVM-এ ষড়যন্ত্রের অভিযোগ মন্ত্রীর, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বিবাদ

কোচবিহার: ভোট শুরুর এক ঘণ্টার মধ্যেই EVM-এ কারচুপির অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷ একের পর এক ইভিএম খারাপ হওয়ার ঘটলায় জেলা শাসকের কাছে অভিযোগ মন্ত্রীর৷ ভোট শুরুর একঘণ্টার মধ্যে পরপর কেন ইভিএম বিকল হয়ে যাচ্ছে? প্রশ্ন মন্ত্রীর৷

EVM-এ ষড়যন্ত্রের অভিযোগ মন্ত্রীর, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বিবাদরবীন্দ্রনাথ ঘোষের অভিযোগ, ‘‘আমরা বুঝতে পারছি না, কেন এত ইভিএম খারাপ হয়ে যাচ্ছে৷ খারাপ ইভিএমের পরবর্তন করে নতুন মেশিনে কোনও কারসাজি রয়েছে কি না, তাও বুঝতে পারছি না৷ কমিশনকে ফোন করেও পাওয়া যাচ্ছে না৷ মানুষ, ভোট দেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রয়েছে৷ এমন অবস্থা আগে কখনও দেখিনি৷ রাজ্য নির্বাচন কমিশনকে দিয়ে ভোট করালে সুষ্ঠুভাবে নির্বাচন হত৷’’

এদিন ইভিএম খারাপ হওয়ার অভিযোগ পেয়ে নাটাবাড়ির একটি বুথে ঢুকতে চান মন্ত্রী৷ কেন্দ্রীয় বাহিনী তাঁকে আটকে দেন৷ বাধা পেয়ে বাহিনীর সঙ্গে তর্ক জুড়ে দেন মন্ত্রী৷ পরে, বুথ থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমে কেন্দ্রীয় বাহিনী ও কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷ একই সঙ্গে EVM-এ কারচুপির অভিযোগ তোলেন মন্ত্রী৷ অধিকাংশ বুথে ইভিএম খারাপের অভিযোগ তোলেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ৷ ষড়যন্ত্রের অভিযোহ তুললেন তিনি৷ কমিশনের তরফে জানানো হয়েছে, বিকল হওয়া EVM পরিবর্তন করা হয়েছে৷ চলেছে ভোটগ্রহণ৷ কমিশনের দাবি, EVM-এ কোনও কারচুপি করা যায় না৷ এটা প্রমাণিত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *