পাহাড় সমস্যার স্থায়ী সমাধান করার বার্তা মমতা

শিলিগুড়ি: দার্জিলিংয়ে দাঁড়িয়ে পাহাড় সমস্যা মেটানোর প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর৷ যত দ্রুত সম্ভব স্থায়ী সমাধানের আশ্বাস মমতার৷ বৃহস্পতিবার লোকসভা ভোটের প্রচারে পাহাড়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী গুরুং ও এস এস অহলুওয়ালিয়ার এক হাত নেন৷ বলেন, ‘‘বিমল গুরুং এস এস অহলুওয়ালিয়াকে জিতিয়েছিলেন৷ কিন্তু, ভোটে জিতে আর তাঁকে দেখা যায়নি৷’’ আর সেই কারণে এবারের তৃণমূল প্রার্থী অমর সিংহ রাইয়ের সমর্থন জানানো

পাহাড় সমস্যার স্থায়ী সমাধান করার বার্তা মমতা

শিলিগুড়ি: দার্জিলিংয়ে দাঁড়িয়ে পাহাড় সমস্যা মেটানোর প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর৷ যত দ্রুত সম্ভব স্থায়ী সমাধানের আশ্বাস মমতার৷ বৃহস্পতিবার লোকসভা ভোটের প্রচারে পাহাড়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী গুরুং ও এস এস অহলুওয়ালিয়ার এক হাত নেন৷ বলেন, ‘‘বিমল গুরুং এস এস অহলুওয়ালিয়াকে জিতিয়েছিলেন৷ কিন্তু, ভোটে জিতে আর তাঁকে দেখা যায়নি৷’’ আর সেই কারণে এবারের তৃণমূল প্রার্থী অমর সিংহ রাইয়ের সমর্থন জানানো বার্তা দেন দলনেত্রী৷

মমতার সভা ঘিরে এদিন দার্জিলিঙের মোটর স্ট্যান্ডের সভাস্থলে কার্যত সকাল থেকেই জমায়েত করেন তৃণমূল কর্মীরা৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে৷ এদিন সভা শুরু করতেই গোর্খা আবেগে হাত বসান মমতা৷ বলেন, ‘‘আমাদের যে গোর্খা জওয়ানরা রয়েছেন, তাঁদের অনেকেই দেশের জন্য প্রাণ দিয়েছেন৷ সব সেনা জওয়ানদের স্যালুট ও অভিনন্দন৷’

গুরুং ও আহলুওয়ালিকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পাহাড়ে গন্ডগোলে বিজেপি দিল্লি থেকে মদত দেয়৷ এটা আমরা বন্ধ করতে চাই৷ পাহাড়ে আশান্তি করার জন্য বিমল গুরুং এসএস অহলুওয়ালিয়াকে জিতিয়েছিলেন৷ সেই সাংসদ দার্জিলিঙে কখনও এসেছেন? কোনও কাজ করেছে? এখন দার্জিলং ছেড়ে বর্ধমানে চলে গিয়েছেন৷ এখানে মণিপুর থেকে এক জন এসেছে বিজেপি৷ তিনি ভোটে টাকা ওড়াবেন আবার চলে যাবেন৷ পাহাড়বাসীর কাছে অনুরোধ, এদের সমর্থন করবেন না৷ ওরা টাকা নিয়ে বিদেশে পালিয়ে যায়৷’’

পাহাড় সমস্যা নিয়ে মমতার মন্তব্য, ‘‘দার্জিলিংয়ের উন্নয়নে তিন দফা পরিকল্পনা হওয়া দরকার৷ শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম৷ বিমল গুরুংয়ের প্রভাব প্রতিপত্তি এখন শেষ হয়ে গিয়েছে৷ আমি শুধু ভোটের সময় পাহাড়ে আসি না, পাহাড়ের মানুষকে আমি ভালবাসি৷ ওরা চায় না, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পঙের উন্নতি হোক৷’’

দার্জিলিং কেন্দ্রে এ বার তৃণমূলের প্রার্থী অমর সিংহ রাই। তাঁকে সমর্থন করেছে গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং গোষ্ঠী৷ বিজেপি প্রার্থী হয়েছেন রাজু বিস্তা৷ তাঁকে সমর্থন করেছে মোর্চার বিমল গুরুং গোষ্ঠী৷ সুবাস ঘিসিংয়ের পুত্র মন ঘিসিংয়ের নেতৃত্বে জিএনএলএফের সমর্থনও রয়েছে বিজেপি প্রার্থীর দিকে৷ এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে শঙ্কর মালাকার৷ বামেদের হয়ে দাঁড়িয়েছেন সিপিএমের সমন পাঠক৷ দার্জিলিং কেন্দ্রে ভোটগ্রহণ হবে দ্বিতীয় দফায়৷  আগামী ১৮ এপ্রিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *