কলকাতা: মুখ্যমন্ত্রী নিজেই দাবি করেছেন, বাংলায় রাজনৈতিক হিংসায় কোনও মৃত্যু হয়নি৷ তৃণমূল সরকারের আমলে তৃণমূল কর্মীরা খুন হয়েছেন বলেও সংবাদমাধ্যমে ঘোষণাও করেছেন তিনি৷ এবার মুখ্যমন্ত্রীর এই দাবি খারিজ করে নয়া কৌশল কেন্দ্রের৷
বিজেপির অভিযোগ, বাংলায় পঞ্চায়েত নির্বাচন থেকে হালের লোকসভা নির্বাচনে এখনও পর্যন্ত বাংলায় ৬৪ জন বিজেপি কর্মী রাজনৈতিক হিংসার বলি হয়েছেন৷ সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নির্দেশে এ যাবৎ রাজনৈতিক হিংসায় প্রাণ হারানো ৬৪ জন বিজেপি কর্মী-সমর্থকদের তালিকা দিল্লি পাঠানো হয়েছে৷ আজ, সেই তালিকা নিয়ে কর্মসমিতির বৈঠক হতে চলেছে৷
বিজেপির অভিযোগ, বহু ক্ষেত্রে দেখা গিয়েছে, দলীয় কর্মী খুনের ঘটনায় স্থানীয় থানা ও প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে৷ অনেক ক্ষেত্রে প্রকৃত অপরাধীদের আড়াল করাও করা হয়েছে৷ বঙ্গ বিজেপির তরফে বারবার এই অভিযোগ জানানো হলেও প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাতে বিশেষ কর্ণপাত করেননি বলে অভিযোগ৷ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পদে অমিত শাহ দায়িত্ব নেওয়ার পর রাজ্যের বিজেপি নেতারা সুবিচারের আশায় বুক বেঁধেছেন৷
সন্দেশখালি-কাণ্ডের পর স্বয়ং অমিত শাহ রাজ্যে এখনও পর্যন্ত নিহত বিজেপি কর্মীদের বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন বলে খবর৷ যা আগামীদিনে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি সংক্রান্ত কেন্দ্রীয় দাবিকে অনেকটা পোক্ত করবে বলে মত ওয়াকিবহাল মহলে৷