কলকাতা: জোট ভেস্তে দিয়ে বাংলায় কংগ্রেসের তরফে ১১ আসনে প্রার্থী তালিকা ঘোষণা৷ এর মধ্যে রায়গঞ্জ, মুর্শিদাবাদ আসনের নামও রয়েছে। শুরু থেকেই বামফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছিল, গত লোকসভা নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেসের জেতা আসনে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা না করাই প্রথম পদক্ষেপ। বামফ্রন্ট গতবারের জেতা দুই আসনে প্রার্থীর নাম ঘোষণার সময়ে কংগ্রেসের জেতা চার আসনে প্রার্থী দেওয়া হবে না বলেও জানায়। তবে, এখন সামগ্রিক ভাবেই আসন সমঝোতার প্রয়াস ভেঙে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস।
কংগ্রেসের ঘোষিত প্রার্থীরা হলেন: কোচবিহারে প্রিয় রায়চৌধুরী, আলিপুরদুয়ারে মোহনলাল বসুমাতা, জলপাইগুড়িতে মণিকুমার ডার্নাল, দার্জিলিঙে শঙ্কর মালাকার, রায়গঞ্জে দীপা দাশমুন্সি, বালুরঘাটে সাদিক সরকার, মালদহ উত্তরে ঈশা খান চৌধুরী, মালদহ দক্ষিণে আবু হাসেম খান চৌধুরী, জঙ্গিপুরে অভিজিৎ মুখার্জি, বহরমপুরে অধীর চৌধুরী, মুর্শিদাবাদে আবু হেনা।