বিধানসভা ভাঙচুরের নেপথ্যে থাকা বিধায়ককে সাসপেন্ড

কলকাতা: বিরোধী নেতাদের উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভার শুরুতে বিক্ষোভ বিজেপি বিধায়কের৷ অভিবেশ শুরু হওয়ার আগেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখান দুলাল বর৷ আর তার জেরে ক্ষুব্ধ হন অধ্যক্ষ৷ বিধানসভার বহির্ভূত আচরণের জন্য তাঁকে এক দিনের জন্য সাসপেন্ড করার ঘোষণা করেন অধ্যক্ষ৷ বিধানসভা থেকে সাসপেন্ড হওয়ার পর অধিবেশন কক্ষের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তিনি৷ দাবি জানান, বাংলাজুড়ে

cb7246e981b0b39354be5e1101834f79

বিধানসভা ভাঙচুরের নেপথ্যে থাকা বিধায়ককে সাসপেন্ড

কলকাতা: বিরোধী নেতাদের উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভার শুরুতে বিক্ষোভ বিজেপি বিধায়কের৷ অভিবেশ শুরু হওয়ার আগেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখান দুলাল বর৷ আর তার জেরে ক্ষুব্ধ হন অধ্যক্ষ৷ বিধানসভার বহির্ভূত আচরণের জন্য তাঁকে এক দিনের জন্য সাসপেন্ড করার ঘোষণা করেন অধ্যক্ষ৷

বিধানসভা থেকে সাসপেন্ড হওয়ার পর অধিবেশন কক্ষের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তিনি৷ দাবি জানান, বাংলাজুড়ে বিজেপির সাংসদ, বিধায়করা আক্রান্ত৷ কিন্তু, রাজ্য সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না৷ মূলত এই দাবি তুলে অধিবেশ শুরুতেই ওয়েলে মেনে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়ক দুলাল বর৷ অধিবেশ শুরুর আগে বিধায়কের এহেন আচারণ দেখে ক্ষুব্ধ হন অধ্যক্ষ৷ এর জেরে বিধায়ককে আজকের জন্য সাসপেন্ড করা হয়৷ অসন্তুষ্ট হয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপির দুলালকে অধিবেশন ছেড়ে যেতে নির্দেশ দেন৷

যদিও তৃণমূল থাকাকালীন এই দুলাল বর বিধানসভা ভাঙচুর চালিয়ে প্রথম সংবাদ শিরোনামে উঠে আসেন৷ সেই নিয়ে বাংলা রাজনীতিতে কম জল ঘোলা হয়নি৷ ২০০৬ সালে ৩০ নভেম্বর প্রকাশ্যেই দুলাল বরকে বিধানসভার চেয়ার-টেবিল ভাঙার অভিযোগ তোলেন বামেরা৷ বিধানসভা ভাঙচুরের ঘটনায় তৃণমূলের অন্দরে বেশ জনপ্রিয়তাও পান তিনি৷ কিন্তু টিকিট পাওয়া নিয়ে দলের অন্দরে ক্ষোভ বিক্ষোভের জেরে তৃণমূল ছাড়েন দুলাল৷ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে বাগদা বিধানসভা নির্বাচন থেকে নির্বাচিত হন তিনি৷

কিন্তু কংগ্রেসের টিকিটে বিধানসভা থেকে জয় পেলেও শিবির বাদল করেন তিনি৷ পরে সরাসরি তৃণমূলে যোগ দেন তিনি৷ কিন্তু তৃণমূলের যোগ দেওয়ার পর দলের অন্দরে কোণঠাসা হয়ে পড়তেই ফের দলবদল করেন৷ লোকসভা নির্বাচনের আগে আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান তিনি৷ লোকসভা বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়ার জন্য উঠেপড়ে লাগেন তিনি৷ কিন্তু টিকিট না পেলেও বিজেপিতে থেকেই লড়াই করার সিদ্ধান্ত নেন দুলাল৷ কিন্তু আজ সকালে বিধানসভার শুরু হতেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর জেরে তাঁকে সাসপেন্ড করা বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *