ফের আক্রান্ত বাম প্রার্থী, সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশকে ঘিরে বিক্ষোভ জনতার

কোচবিহার: ফের উত্তপ্ত কোচবিহার৷ এবার ঘটনাস্থল মাথাভাঙা৷ কোথায় বাম প্রার্থীর উপর হামলা, কোথায় বেলাম সন্ত্রাসের অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ জনতার৷ জানা গিয়েছে, এদিন দুপুরে ভোটপ্রক্রিয়া দেখতে যান মাথাভাঙায় বাম প্রার্থী গোবিন্দ রায়৷ অভিযোগ, একদল দুষ্কৃতী গোবিন্দ রায়ের উপর চড়াও হয়৷ কোনোক্রমে প্রার্থীকে আড়াল করেন বাম কর্মীরা৷ পরে, তাঁর গাড়ি ভাঙচুর করা হয়৷ অভিযোগের তির সেই তৃণমূলের

ফের আক্রান্ত বাম প্রার্থী, সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশকে ঘিরে বিক্ষোভ জনতার

কোচবিহার: ফের উত্তপ্ত কোচবিহার৷ এবার ঘটনাস্থল মাথাভাঙা৷ কোথায় বাম প্রার্থীর উপর হামলা, কোথায় বেলাম সন্ত্রাসের অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ জনতার৷

জানা গিয়েছে, এদিন দুপুরে ভোটপ্রক্রিয়া দেখতে যান মাথাভাঙায় বাম প্রার্থী গোবিন্দ রায়৷ অভিযোগ, একদল দুষ্কৃতী গোবিন্দ রায়ের উপর চড়াও হয়৷ কোনোক্রমে প্রার্থীকে আড়াল করেন বাম কর্মীরা৷ পরে, তাঁর গাড়ি ভাঙচুর করা হয়৷ অভিযোগের তির সেই তৃণমূলের বিরুদ্ধে৷ অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের৷

অন্যদিকে, বলগাহীন সন্ত্রাসের বিরুদ্ধে এবার পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন স্থানীয়রা৷ মাথাভাঙায় ৫-এর ১০৩ নং বুথে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ পুলিশের গাড়ি হটিয়ে দেয় উত্তেজিত জনতা৷ পুলিশ শাসকদলের হয়ে কাজ করছে বলেও অভিযোগ আনা হয় স্থানীয়দের তরফে৷ আলিপুরদুয়ার ও কোচবিহারে রিগিংয়ের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি৷

বিক্ষিপ্ত অশান্তি ও ইভিএম বিভ্রাটের পরও রেকর্ড সংখ্যক ভোট পড়ল বাংলার দুই কেন্দ্রে৷ প্রথম ৬ ঘণ্টায় কোচবিহার ও আলিপুরদুয়ারে মোট ৫৫.৫৯ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর৷ কোচবিহারে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৫৫.৪৪ শতাংশ৷ বেলা ১টা পর্যন্ত আলিপুরদুয়ারে ৫৬.৪৫ শতাংশ ভোট পড়েছে৷

ভোট শুরু হতে না হতেই বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত আশান্তির খবর পাওয়া যায়৷ কুমারগ্রামে বেশ কয়েকটি বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷ অভিযোগ অস্বীকার শাসকদলের৷ সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনে ৪৬২টি অভিযোগ জমা পড়ে৷ ৪৩৬টি ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি কমিশনের৷ দিনহাটায় একাধিক বুথে ইভিএম খারাপ বিষয়ে জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে ফোন করে খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিনহাটায় অসুস্থ হয়ে পড়েন ভোট কর্মী৷ তাঁকে ভর্তি করা হল হাসপাতালে৷ দিনহাটার মাতালহাট, নয়ারহাটে বিজেপি-তৃণমূল সংঘর্ষের খবর পাওয়া যায়৷ বুকে তৃণমূলের প্রতীক নিয়ে কুমারগ্রামে ভোট দেন আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী দশরথ তিরকে৷ সংবাদমাধ্যমের নজর পড়তেই পরে তা সরিয়ে দেন তিনি৷

এদিন সকালে কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রবীন্দ্রনাথ ঘোষ৷ বিএসএফ ভোট প্রভাবিত করছে। অবজারভার ফোন ধরছেন না। পুলিশ অবজারভার ভোট না মিটিয়ে জেলা ছাড়তে চাইছেন৷ মন্তব্য করেন  রবীন্দ্রনাথ ঘোষ৷ একই সঙ্গে কোচবিহারে একাধিক বুথে ইভিএম খারাপ, চক্রান্তের অভিযোগ তুললেন জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের৷

দিনহাটার ভেটগুড়িতে ৭/২৩৪ বুথে পোলিং এজেন্টদের ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর৷ কোচবিহারের ভেটগুড়িতে ৭/২৩৪ বুথে ভিভিপ্যাট বিকল হওয়ার খবর পাওয়া যায়৷ এই বুথের ভোটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক৷
কোচবিহারের শীতলকুচির ১৩১ নম্বর বুথে ইভিএম খারাপ হওয়ায় ভোটগ্রহণ শুরু হতে সমস্যা তৈরি হয়৷ কোচবিহারের নেতারহাটে ভোটারদের থেকে স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷

ওকরাবাড়িতে ৭/২৫৬, ২৫৮, ২৬২, ২৬৮, ২৬৯ বুথে বিজেপি এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে। কেন্দ্রীয় বাহিনী না থাকায় সেক্টর অফিসার কোনোও ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ তোলে বিজেপি৷
দিনহাটার ভেটগুড়িতে ৭/২৩৪ বুথে পোলিং এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর৷
মাথাভাঙায় বিজেপি কর্মী উপেন বর্মনের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে৷ এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *