তৃণমূল-বিজেপিকে রুখতে শক্তি বাড়াচ্ছে বাম-কংগ্রেস

কলকাতা: লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেসের মধ্যে জোট প্রক্রিয়া শেষ মুহূর্তে ভেস্তে যাওয়ার পর ফের জোট বাঁধছে বাম ও কংগ্রেস শিবির৷ এবার বিধানসভার বাইরে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে একযোগে রাস্তায় নামার পক্ষে সওয়াল দু’পক্ষের নেতৃত্বের৷ সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে আন্দোলন করার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে বাম নেতৃত্ব৷ আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিনে ধর্মনিরপেক্ষতা

তৃণমূল-বিজেপিকে রুখতে শক্তি বাড়াচ্ছে বাম-কংগ্রেস

কলকাতা: লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেসের মধ্যে জোট প্রক্রিয়া শেষ মুহূর্তে ভেস্তে যাওয়ার পর ফের জোট বাঁধছে বাম ও কংগ্রেস শিবির৷ এবার বিধানসভার বাইরে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে একযোগে রাস্তায় নামার পক্ষে সওয়াল দু’পক্ষের নেতৃত্বের৷ সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে আন্দোলন করার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে বাম নেতৃত্ব৷

আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিনে ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের ইস্যুকে সামনে রেখে বাম শিবির এবার বড় আকারে মানববন্ধন কর্মসূচি নিতে চলেছে৷ তাতে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে যোগদানের আহ্বান জানানোর কথা চিন্তা করছে আলিমুদ্দিন৷ তবে এনিয়ে দল এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি৷

ইতিমধ্যেই রাজ্যে বাম-কংগ্রেসের যৌথ কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়ে দিল্লিতে ইয়েচুরির সঙ্গে এক দফা আলোচনা হয়েছে কংগ্রেস এমপি প্রদীপ ভট্টাচার্যের৷ তার সূত্র ধরেই আজ আলিমুদ্দিনের কর্তারা সাধারণ সম্পাদকের সঙ্গে এনিয়ে কিছু কথা এগিয়ে রাখতে চান বলে দলীয় সূত্রের খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *