কলকাতা: নির্বাচন ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। বিজেপিও তাদের ঘর গোছানোর কাজ চালাচ্ছে৷ কিন্তু, জোটের গেরোয় পিছিয়ে পড়েছে কংগ্রেস৷ বৃহস্পতিবার পর্যন্ত বাংলায় বাম-কংগ্রেস জোটের জট না কাটায় বাম নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি ছুড়ে দিলেন বিরোধী দলনেতা আবদুল মান্নান৷
আবদুল মান্নানের স্পষ্ট জবাব, “এ ভাবে জোট হয় নাকি! এখন শরিক দল দেখাচ্ছে। কী আছে ফরওয়ার্ড ব্লকের! কী আছে আরএসপি-র। জোট করতে হলে তৃণমূলস্তর থেকে সার্বিক জোট করা দরকার। পাশাপাশি আসনে ওরা (বামেরা) একটা লড়বে, আমরা একটায় লড়ব।” যদিও বর্ষীয়ান এক কংগ্রেস নেতা যে এখনও জোটের ব্যাপারে আশাবাদী তাও জানিয়েছেন। তবে নাম না করে কটাক্ষ করেছেন সিপিএমের দুই কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব এবং মৃদুল দে-কেও৷