দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় বড় চমক বামফ্রন্টের

কলকাতা: জোট ভেস্তে গেলেও কংগ্রেসের জেতা চারটি আসনে প্রার্থী দিচ্ছে না বামফ্রন্ট৷ আজ, মঙ্গলবার বামেদের তরফে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়৷ এবার উত্তর কলকাতায় বাম প্রার্থী হচ্ছেন কনীনিকা ঘোষ, শ্রীরামপুরে তীর্থ রায়, বাঁকুড়ায় প্রার্থী অমিয় পাত্র, ঝাড়গ্রামে বাম প্রার্থী দেবলীনা হেমব্রম, হাওড়া থেকে লড়বেন সুমিত অধিকারী, দার্জিলিং থেকে সমন পাঠাক, বারাকপুরে গার্গি চট্টোপাধ্যায়,

দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় বড় চমক বামফ্রন্টের

কলকাতা: জোট ভেস্তে গেলেও কংগ্রেসের জেতা চারটি আসনে প্রার্থী দিচ্ছে না বামফ্রন্ট৷ আজ, মঙ্গলবার বামেদের তরফে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়৷ এবার উত্তর কলকাতায় বাম প্রার্থী হচ্ছেন কনীনিকা ঘোষ, শ্রীরামপুরে তীর্থ রায়, বাঁকুড়ায় প্রার্থী অমিয় পাত্র, ঝাড়গ্রামে বাম প্রার্থী দেবলীনা হেমব্রম, হাওড়া থেকে লড়বেন সুমিত অধিকারী, দার্জিলিং থেকে সমন পাঠাক, বারাকপুরে গার্গি চট্টোপাধ্যায়, কাঁথি থেকে পরিতোষ পট্টোনায়ক, তমলুক থেকে শেখ ইব্রাহিম, শ্রীরামপুরে তীর্থঙ্কর রায়, আসানসোল থেকে গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, কৃষ্ণনগর থেকে শান্তনু ঝা, মথুরাপুর থেকে শরৎ হালদার, বোলপুরে রামচন্দ্র ডোম৷

আজ, বিকালে সাংবাদিক বৈঠক করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ‘‘আমরা চেয়ে ছিলাম, তৃণমূল-বিজেপি বিরোধী জোট গড়তে৷ কিন্তু, যা পরিস্থিতি তাতে আমাদের পৃথক ভাবে প্রার্থী দিতে বাধ্য হলমা৷ আমরা সিদ্ধান্ত নিয়েছি, কংগ্রেসের জেতা আসনে প্রার্থী দেবে না৷ কংগ্রেসের কাছে আমাদের আর্জি, আমাদের জেতা দু’টি আসনে যাতে তারাও যেন প্রার্থী না দেয়৷’’

গত ১৫ মার্চ ২৫ আসনে প্রার্থী ঘোষণা করে রাজ্য বামফ্রন্ট৷ সাংবাদিক বৈঠক না করে সরাসরি বিবৃতি দিয়ে বামাদের তরফে জানানো হয়েছে, এবার কোচবিহার আসন থেকে লড়বেন গোবিমন্দ রায়৷ আলিপুরদুয়ার থেকে লড়াই করবেন মিলি ওঁরাও৷ জলপাইগুড়ি থেকে লড়াই করবেন ভগীরথ রায়৷  রায়গঞ্জ থেকে লড়াই করবেন মহম্মদ সেলিম৷ বালুরঘাট থেকে লড়াই করবেন রণেম বর্মণ৷ মুর্শিদাবাদ থেকে লড়াই করবেন বদরুদ্দোজা খান৷ রানাঘাট থেকে লড়াই করবেন রমা বিশ্বাস৷ বনগাঁ থেকে লড়াই করবেন অলোকেশ দাস৷ দমদম থেকে লড়াই করবেন নেপালদেব ভট্টাচার্য৷ বারাসত থেকে লড়াই করবেন হরিপদ বিশ্বাস৷ বসিরহাট থেকে লড়াই করবেন পল্লব সেনগুপ্ত৷ জয়নগর থেকে লড়াই করবেন সুভাষ নস্কর৷ ডায়মন্ড হারবার থেকে লড়াই করবেন ডা. ফুয়াদ হালিম৷ যাদবপুর থেকে লড়াই করবেন বিকাশরঞ্জন ভট্টাচার্য৷

দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় বড় চমক বামফ্রন্টেরদক্ষিণ কলকাতা থেকে লড়াই করবেন নন্দিনী মুখার্জি৷ উলুবেড়িয়া থেকে লড়াই করবেন মাকসুদা খাতুন৷ হুগলী থেকে লড়াই করবেন প্রদীপ সাহা৷ আরামবাগ থেকে লড়াই করবেন শক্তিমোহন মাল্লিক৷ ঘাটাল থেকে লড়াই করবেন তপন গাঙ্গুলি৷ মেদিনীপুর থেকে লড়াই করবেন বিল্পব ভট্ট৷ পুরুলিয়া থেকে লড়বেন ফরওয়ার্ড ব্লকের বীরসিং মাহাতো, বিষ্ণুপুরে দাঁড়াচ্ছেন সুনীল খাঁ, বর্ধমান পূর্বে দাঁড়াবেন ঈশ্বরচন্দ্র দাস, বর্ধমান দুর্গাপুরে প্রার্থী আভাস রায়চৌধুরি, বীরভূম থেকে নির্বাচনে লড়বেন ডা. রেজাউল করিম।

অন্যদিকে, সোমবার রাতে কংগ্রেসের তরফে বাংলায় কংগ্রেসের তরফে ১১ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়৷ এর মধ্যে রায়গঞ্জ, মুর্শিদাবাদ আসনের নামও রয়েছে। শুরু থেকেই বামফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছিল, গত লোকসভা নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেসের জেতা আসনে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা না করাই প্রথম পদক্ষেপ। বামফ্রন্ট গতবারের জেতা দুই আসনে প্রার্থীর নাম ঘোষণার সময়ে কংগ্রেসের জেতা চার আসনে প্রার্থী দেওয়া হবে না বলেও জানায়। তবে, এখন সামগ্রিক ভাবেই আসন সমঝোতার প্রয়াস ভেঙে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস।

কংগ্রেসের ঘোষিত প্রার্থীরা হলেন: কোচবিহারে প্রিয় রায়চৌধুরী, আলিপুরদুয়ারে মোহনলাল বসুমাতা, জলপাইগুড়িতে মণিকুমার ডার্নাল, দার্জিলিঙে শঙ্কর মালাকার, রায়গঞ্জে দীপা দাশমুন্সি, বালুরঘাটে সাদিক সরকার, মালদহ উত্তরে ঈশা খান চৌধুরী, মালদহ দক্ষিণে আবু হাসেম খান চৌধুরী, জঙ্গিপুরে অভিজিৎ মুখার্জি, বহরমপুরে অধীর চৌধুরী, মুর্শিদাবাদে আবু হেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *