২৫ আসনে প্রার্থী ঘোষণা বামেদের

কলকাতা: লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা খোলা রেখে ২৫ আসনে প্রার্থী ঘোষণা করল রাজ্য বামফ্রন্ট৷ সাংবাদিক বৈঠক না করে সরাসরি বিবৃতি জার করে বামাদের তরফে জানানো হয়েছে, এবার কোচবিহার আসন থেকে লড়বেন গোবিমন্দ রায়৷ আলিপুরদুয়ার থেকে লড়াই করবেন মিলি ওঁরাও৷ জলপাইগুড়ি থেকে লড়াই করবেন ভগীরথ রায়৷ রায়গঞ্জ থেকে লড়াই করবেন মহম্মদ সেলিম৷ বালুরঘাট থেকে

২৫ আসনে প্রার্থী ঘোষণা বামেদের

কলকাতা: লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা খোলা রেখে ২৫ আসনে প্রার্থী ঘোষণা করল রাজ্য বামফ্রন্ট৷ সাংবাদিক বৈঠক না করে সরাসরি বিবৃতি জার করে বামাদের তরফে জানানো হয়েছে, এবার কোচবিহার আসন থেকে লড়বেন গোবিমন্দ রায়৷ আলিপুরদুয়ার থেকে লড়াই করবেন মিলি ওঁরাও৷ জলপাইগুড়ি থেকে লড়াই করবেন ভগীরথ রায়৷

রায়গঞ্জ থেকে লড়াই করবেন মহম্মদ সেলিম৷ বালুরঘাট থেকে লড়াই করবেন রণেম বর্মণ৷ মুর্শিদাবাদ থেকে লড়াই করবেন বদরুদ্দোজা খান৷ রানাঘাট থেকে লড়াই করবেন রমা বিশ্বাস৷ বনগাঁ থেকে লড়াই করবেন অলোকেশ দাস৷ দমদম থেকে লড়াই করবেন নেপালদেব ভট্টাচার্য৷ বারাসত থেকে লড়াই করবেন হরিপদ বিশ্বাস৷ বসিরহাট থেকে লড়াই করবেন পল্লব সেনগুপ্ত৷ জয়নগর থেকে লড়াই করবেন সুভাষ নস্কর৷ ডায়মন্ড হারবার থেকে লড়াই করবেন ডা. ফুয়াদ হালিম৷ যাদবপুর থেকে লড়াই করবেন বিকাশরঞ্জন ভট্টাচার্য৷

২৫ আসনে প্রার্থী ঘোষণা বামেদেরদক্ষিণ কলকাতা থেকে লড়াই করবেন নন্দিনী মুখার্জি৷ উলুবেড়িয়া থেকে লড়াই করবেন মাকসুদা খাতুন৷ হুগলী থেকে লড়াই করবেন প্রদীপ সাহা৷ আরামবাগ থেকে লড়াই করবেন শক্তিমোহন মাল্লিক৷ ঘাটাল থেকে লড়াই করবেন তপন গাঙ্গুলি৷ মেদিনীপুর থেকে লড়াই করবেন বিল্পব ভট্ট৷ পুরুলিয়া থেকে লড়বেন ফরওয়ার্ড ব্লকের বীরসিং মাহাতো, বিষ্ণুপুরে দাঁড়াচ্ছেন সুনীল খাঁ, বর্ধমান পূর্বে দাঁড়াবেন ঈশ্বরচন্দ্র দাস, বর্ধমান দুর্গাপুরে প্রার্থী আভাস রায়চৌধুরি, বীরভূম থেকে নির্বাচনে লড়বেন ডা. রেজাউল করিম।

বামাদের তরফে প্রার্থী তালিকা প্রকাশের পর সোমেন মিত্র বিমান বসুকে জানিয়েছেন, “যে আসনগুলি ছাড়া হয়েছে তা নিয়ে আমরা আলোচনা করে আমাদের সিদ্ধান্ত জানাব৷ দু’এক দিনের মধ্যেই কংগ্রেসও প্রার্থী তালিকা প্রকাশ করবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 5 =