জখম পোলিং এজেন্টদের নিয়ে পথে বসলেন বাম প্রার্থী

কলকাতা: খাস কলকাতায় আক্রান্ত বাম কর্মীরা৷ ভোট শুরু এক ঘণ্টার মধ্যেই এজেন্টদের মেরে তাড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল৷ কেন্দ্রীয় বাহিনীর সামনে বাম পোলিং এজেন্টদের বুথ থেকে মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন উত্তর কলকাতার বামফ্রন্ট প্রার্থী কনীনিকা বোস ঘোষ৷ গোটা ঘটনার প্রতিবাদে বেলগাছিয়া মোড়ে অবস্থান কনিনীকা৷ বাম প্রার্থীর অভিযোগ, ‘‘কমিনের সঙ্গে যোগাযোগ করেও কোনও লাভ হচ্ছে

জখম পোলিং এজেন্টদের নিয়ে পথে বসলেন বাম প্রার্থী

কলকাতা: খাস কলকাতায় আক্রান্ত বাম কর্মীরা৷ ভোট শুরু এক ঘণ্টার মধ্যেই এজেন্টদের মেরে তাড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল৷ কেন্দ্রীয় বাহিনীর সামনে বাম পোলিং এজেন্টদের বুথ থেকে মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন উত্তর কলকাতার বামফ্রন্ট প্রার্থী কনীনিকা বোস ঘোষ৷ গোটা ঘটনার প্রতিবাদে বেলগাছিয়া মোড়ে অবস্থান কনিনীকা৷

বাম প্রার্থীর অভিযোগ, ‘‘কমিনের সঙ্গে যোগাযোগ করেও কোনও লাভ হচ্ছে না৷ সকাল থেকে এজেন্টদের মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে৷ কিন্তু, কেন এই আক্রমণ? তৃণমূল কী বুঝে গিয়েছে, মারধর, হিংসা না করে জেতা যাবে না৷ মানুষকে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার ব্যবস্থা কেন করানো হচ্ছে না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − six =