ভোটে জিততে খরচে রেকর্ড গড়লেন নেত্রী

মুম্বই: ২০১৪ সালের লোকসভা ভোটের প্রচারে সবথেকে বেশি টাকা খরচ করেছিলেন এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে ও দেবদূত নিকম। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমনই তথ্য মিলেছে। শুধু তাই নয়, পুনে জেলার চার লোকসভা কেন্দ্রের মধ্যে তিনটিতে প্রতিদ্বন্দ্বিতা করা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রার্থীরা ভোটপ্রচারে সবথেকে বেশি অর্থ ব্যয় করেছিলেন। নির্বাচন কমিশনে জমা পড়া সেই তথ্য অনুযায়ী

ভোটে জিততে খরচে রেকর্ড গড়লেন নেত্রী

মুম্বই: ২০১৪ সালের লোকসভা ভোটের প্রচারে সবথেকে বেশি টাকা খরচ করেছিলেন এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে ও দেবদূত নিকম। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমনই তথ্য মিলেছে। শুধু তাই নয়, পুনে জেলার চার লোকসভা কেন্দ্রের মধ্যে তিনটিতে প্রতিদ্বন্দ্বিতা করা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রার্থীরা ভোটপ্রচারে সবথেকে বেশি অর্থ ব্যয় করেছিলেন।

ভোটে জিততে খরচে রেকর্ড গড়লেন নেত্রীনির্বাচন কমিশনে জমা পড়া সেই তথ্য অনুযায়ী পুনের তিন কেন্দ্রের মধ্যে প্রচারে সবথেকে বেশি টাকা খরচ করেছিলেন শিরুরের এনসিপি প্রার্থী দেবদূত নিকম। ৬৫ লক্ষ ৩১ হাজার টাকা। তারপরেই রয়েছেন সুপ্রিয়া সুলে। ৬৪ লক্ষ ২৯ হাজার টাকা। যেখানে দেবদূতের প্রতিদ্বন্দ্বী শিবাজিরাও পাতিল প্রচারে খরচ করেছিলেন ৬২ লক্ষ ৪২ হাজার টাকা। এবং দেবদূতকে পরাস্ত করে পরপর তিনবারের জন্য শিরুর কেন্দ্র ধরে রাখেন তিনি। অন্যদিকে, সুপ্রিয়ার প্রতিদ্বন্দ্বী তথা আম আদমি পার্টির সুরেশ খোপাড়ে ভোট প্রচারে খরচ করেন ৩৩ লক্ষ ৫৫ হাজার টাকা। যেখানে ওই কেন্দ্র থেকে শিবসেনার সমর্থনে লড়া রাষ্ট্রীয় সমাজ পক্ষ (আরএসপি) দলের মহাদেও জনকর ব্যয় করেছিলে ২২ লক্ষ টাকা। দ্বিতীয়বারের জন্য বারামতী কেন্দ্র ধরে রাখলেও শারদকন্যা সুপ্রিয়া জিতেছিলেন হাতে গোনা ভোটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =