পুজো দিতে গিয়ে রক্তারক্তি কাণ্ড, কপাল ফাটল এই কংগ্রেস নেতার

আজ বিকেল: নববর্ষের সকালে পুজো দিতে গিয়ে রক্তারক্তি কাণ্ড, কপাল কাটল কংগ্রেস নেতা শশী থারুরের। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ক্ষতস্থান ঢাকতে কংগ্রেস নেতার কপালে ছটি সেলাই দিয়ে দেন। পুণ্য করতে গিয়ে বছরের প্রথমদিনেই শশী থারুরের এহেন দুর্গতিতে বেজায় চিন্তায় পড়ে যান স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। পরে হাসপাতাল সূত্রে জানানো হয় তিনি এখন বিপন্মুক্ত,

পুজো দিতে গিয়ে রক্তারক্তি কাণ্ড, কপাল ফাটল এই কংগ্রেস নেতার

আজ বিকেল: নববর্ষের সকালে পুজো দিতে গিয়ে রক্তারক্তি কাণ্ড, কপাল কাটল কংগ্রেস নেতা শশী থারুরের। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ক্ষতস্থান ঢাকতে কংগ্রেস নেতার কপালে ছটি সেলাই দিয়ে দেন। পুণ্য করতে গিয়ে বছরের প্রথমদিনেই শশী থারুরের এহেন দুর্গতিতে বেজায় চিন্তায় পড়ে যান স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। পরে হাসপাতাল সূত্রে জানানো হয় তিনি এখন বিপন্মুক্ত, এরপরেই উপস্থিত সকলে হাঁফ ছেড়ে বাঁচে। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে।

জানা গিয়েছে, তিরুবনন্তপুরম লোকসভা আসনে এবার কংগ্রেস প্রার্থী হিসেবে লড়ছেন থারুর। তাঁর ইচ্ছে সংশ্লিষ্ট আসন থেকে তিনবার জিতে হ্যাটট্রিক করবেন। তাই নববর্ষের সকালে শহরের মন্দিরে পুজো দিতে এসেছিলেন তিনি। সেখানে তখন চলছিলম তুলাভরম অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সাধারণত ভক্তের ওজনে দেবতাকে ফল মিষ্টি অর্পণ করা হবে। সেজন্য থারুরকে তোলা হয় দাঁড়িপাল্লায়, পাল্লার অন্যটিতে তাঁর সমান ওজনের ফল মিষ্টিও ছিল। দুর্ঘটনাটি ঘটে তখনই, আচমকাই পড়ে যান কংগ্রেস নেতা। কপালে বড়সড় আঘাত লাগে। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কপালে সেলাই পড়ে।

উল্লেখ্য, তিরুবনন্তপুরম কেন্দ্র থেকে এবার শশী থারুরের প্রতিদ্বন্দ্বি হিসেবে ভোটে লড়ছেন বিজেপির কুম্মানম রাজশেখরণ ও এলডিএফএ-র সি দিনাকরণ। অধুনা রাষ্ট্রসংঘের সদস্য শশী থারুর দেশে ফিরেই কংগ্রেসে যোগ দেন। ২০০৯ সালে সাংসদ হন। এবার কেরলের রাজ্যরাজনীতির কর্তা হতে উঠে পড়ে লেগেছেন। আগামী ২৩ এপ্রিল সেখানে ভোট হতে চলেছে। দেখা যাক পাল্লা কার দিকে ভারী থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 3 =