বাদশা আজমলের পাড়ায় মমতার খোঁজ

ধুবরি: আজমলের গড়ে মমতার খোঁজ? শুনতে অবাক লাগলেও, ব্রহ্মপুত্র পাড়ে বাংলা লাগোয়া ধুবরিতে এটাই বাস্তব। গত দেড় দশক, নিজের হাতে গড়া দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ)-এর সৌজন্যে ধুবরির রাজনীতি থেকে সমাজ তাঁর নিয়ন্ত্রণে। সেখানে সপ্তদশ লোকসভা নির্বাচনে অসমের ভোট প্রচারের শেষ লগ্নে আতর বাদশা আজমলের পাড়ায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেত্রীর

বাদশা আজমলের পাড়ায় মমতার খোঁজ

ধুবরি: আজমলের গড়ে মমতার খোঁজ? শুনতে অবাক লাগলেও, ব্রহ্মপুত্র পাড়ে বাংলা লাগোয়া ধুবরিতে এটাই বাস্তব। গত দেড় দশক, নিজের হাতে গড়া দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ)-এর সৌজন্যে ধুবরির রাজনীতি থেকে সমাজ তাঁর নিয়ন্ত্রণে।

সেখানে সপ্তদশ লোকসভা নির্বাচনে অসমের ভোট প্রচারের শেষ লগ্নে আতর বাদশা আজমলের পাড়ায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেত্রীর নামে পোস্টার, মাইক্রোফোন বাহিত স্লোগান। শুনে ধন্দ তো লাগারই কথা। বাংলাভাষী মুসলমান অধ্যুষিত এই লোকসভা কেন্দ্রের আপাত নিস্তরঙ্গ একমুখী রাজনীতির রসায়ন বদলে গিয়েছে গত জুলাই থেকে। প্রথমে এনআরসি ও পরে নাগরিকত্ব বিলকে কেন্দ্র করে দেশব্যাপী প্রতিবাদে মমতার অগ্রণী ভূমিকায় মুসলমান সমাজে আজমলের একচ্ছত্র আধিপত্যে ভাঙন ধরেছে। তাঁদের প্রচারের আলোয় ভাগ বসিয়েছে তৃণমূল কংগ্রেস। দলনেত্রীর এই জনপ্রিয়তাকে সামনে রেখেই এবার ধুবরিতে জোড়া ফুল ফোটানোর স্বপ্ন দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − fifteen =