কলকাতা: শুরু হয়েছে ভোটার তালিকায় নাম তোলা ও সংশোধনের কাজ৷ ভোটার তালিকা সংক্রান্ত কাজ শুরু হতেই এবার জেলায় জেলায় গুরুত্বপূর্ণ নির্দেশ পাঠাল নবান্ন৷ ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে চক্রান্ত হতে পারে বলে সরাসরি আশঙ্কা প্রকাশ রাজ্য প্রশাসনের৷ আর সে কারণে নবান্ন থেকে সমস্ত জেলাশাসককে সতর্ক করা হয়েছে বলে খবর৷
সূত্রের খবর, রাজ্যের সমস্ত জেলাশাসককে ফোন করে আইনশৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট নিয়েছেন খোদ মুখ্যসচিব রাজীব সিনহা৷ একই সঙ্গে ভোটার তালিকা সংশোধনের বিষয়ে যাতে কোনও ব্যক্তির নাম অকাকণে বাদ দেওয়ার না হয়, ক্ষেত্রে সর্তক থাকারও নির্দেশ দিয়েছেন৷
গত ১৬ ডিসেম্বর থেকে গোটা বাংলা জুড়ে ভোটার তালিকা সংশোধন ও নতুন নাম তোলার কাজ শুরু হয়েছে৷ এই কাজ চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত৷ আর প্রক্রিয়ায় ষড়যন্ত্র করে ভোটার তালিকা থেকে কোনও ব্যক্তির নাম বাদ দেওয়ার চেষ্টা না হতে পারে, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক করেছে নবান্ন৷ জেলাশাসকদের তত্ত্বাবধানেই যাতে ভোটার তালিকা সংশোধনের কাজ হয়, সে বিষয়টিও নির্দিষ্ট করা হয়েছে বলে খবর৷