ভোটের বাজারে ফের সরগরম বালাকোট ইস্যু

নয়াদিল্লি: বালাকোটে জঙ্গি ঘাঁটি ধ্বংসের প্রমাণ চেয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। এনিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সহ অন্যান্য নেতাদের জবাব দিতে একগুচ্ছ অ্যানিমেশন ভিডিও প্রকাশ করল বিজেপি। রবিবার দলের ট্যুইটার হ্যান্ডেলের পাশাপাশি অরুণ জেটলি সহ একাধিক বিজেপি নেতা নিজের নিজের ট্যুইটারে এই ভিডিওগুলি প্রকাশ করেন। ক্রিকেট, দাবা, কবাডির সহ একাধিক খেলার অ্যানিমেটেড ভিডিও তৈরি করে বিভিন্ন

ভোটের বাজারে ফের সরগরম বালাকোট ইস্যু

নয়াদিল্লি: বালাকোটে জঙ্গি ঘাঁটি ধ্বংসের প্রমাণ চেয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। এনিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সহ অন্যান্য নেতাদের জবাব দিতে একগুচ্ছ অ্যানিমেশন ভিডিও প্রকাশ করল বিজেপি।

রবিবার দলের ট্যুইটার হ্যান্ডেলের পাশাপাশি অরুণ জেটলি সহ একাধিক বিজেপি নেতা নিজের নিজের ট্যুইটারে এই ভিডিওগুলি প্রকাশ করেন। ক্রিকেট, দাবা, কবাডির সহ একাধিক খেলার অ্যানিমেটেড ভিডিও তৈরি করে বিভিন্ন বিষয়ে বিরোধীদের মতপার্থক্যের বিষয়টি তুলে ধরা হয়। অরুণ জেটলির ট্যুইটার হ্যান্ডেলে প্রকাশিত ক্রিকেটের একটি ভিডিওতে দেখা যায়, ব্যাটসম্যান মোদি ছয় মেরেছেন। আম্পায়ার তাঁর সিদ্ধান্ত জানাতেই বিরোধী নেতারা প্রমাণ দেওয়ার দাবি তুলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 8 =